Padma Setu: পদ্মা সেতুর ঋণ শোধ হতে লাগবে ৩৫ বছর, মন্ত্রীর দেওয়া তথ্যে চমকে যাবেন

Last Updated:

Padma Setu: বাংলাদেশের পদ্মা সেতু থেকে কী ভাবে, কত টাকা উপার্জন করতে পারবে সে দেশের সরকার।

পদ্মা সেতু
পদ্মা সেতু
#ঢাকা: পদ্মা সেতু তৈরির যে বিপুল অঙ্কের টাকা খরচ হয়েছে, তা শোধ দিতে মোট সময় লাগবে ৩৫ বছর। এমনই জানিয়েছেন সড়ক পরিহরণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ২০৫৭ সাল নাগাদ পদ্মা সেতু নির্মাণের টাকা পুরোটা শোধ করা সম্ভব হবে। গত সোমবার সেতু নিয়ে প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন মন্ত্রী। কী ভাবে টাকা শোধ হবে, তার একটি আনুমানিক হিসাবও দিয়েছেন তিনি।
বাংলাদেশের পদ্মা সেতু থেকে কী ভাবে, কত টাকা উপার্জন করতে পারবে সে দেশের সরকার। তিনি বলেছেন, ৩৫ বছরে মোট ১৪০টি ত্রৈমাসিক কিস্তিতে এই টাকা শোধ করা হবে। তাতেই মোট ঋণ শোধ হবে। সেই হিসাবে শোধ করার সময়সীমা দাঁড়াবে ২০৫৭ সাল।
আরও পড়ুন: রণবীরের বিয়ে-সন্তান নিয়ে কী মন্তব্য করেছিলেন ঋষি কাপুর? পুরনো ভিডিও ভাইরাল
উদ্বোধনের পর রবিবার সকাল ছ’টা থেকে পদ্মাসেতু খুলে দেওযা হয় সাধারণের জন্য। সোমবার সকাল ছ’টা পর্যন্ত সেই সেতু দিয়ে মোট ৫১ হাজার ৩১৬টি গাড়ি সেখান দিয়ে চলাচল করেছে। এই সময় পর্যন্ত ওই সেতুতে টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লক্ষ ৪০ হাজার ৩০০ টাকা।
advertisement
advertisement
আরও পড়ুন: হঠাৎ পেটে ব্যথা নিয়ে বাথরুমে গেল ছাত্রী, বেরিয়ে এল সন্তান নিয়ে! তুমুল শোরগোল
বাংলাদেশের এই পদ্মাসেতু নিয়ে উন্মাদনা চরমে রয়েছে। বিভিন্ন মহল থেকে পদ্মা সেতু নিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। বাংলাদেশের সব মহলের সেলেব্রিটি থেকে সাধারণ মানুষ, সকলেই পদ্মাসেতু নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বার বার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ যেন বাংলাদেশবাসীর স্বপ্ন পূরণ হল। দীর্ঘ দিনের সেই স্বপ্ন পূরণের মুহূর্তে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে ভারতও।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Padma Setu: পদ্মা সেতুর ঋণ শোধ হতে লাগবে ৩৫ বছর, মন্ত্রীর দেওয়া তথ্যে চমকে যাবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement