পাকিস্তানের ক'টা যুদ্ধবিমান এফ-১৬ ধ্বংস করেছে ভারত? সামনে এল আসল তথ্য, যা বলল হোয়াট হাউস

Last Updated:

অপারেশন সিঁদুরে পাকিস্তানি এয়ারফোর্সের এফ-১৬ ফাইটার জেট ধ্বংস করা নিয়ে মুখ খুলল আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয় "পাকিস্তানের এফ-১৬ নিয়ে আলোচনার জন্য আমরা আপনাদের পাক সরকারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছি।'

পাকিস্তানের ক'টা যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারত?
পাকিস্তানের ক'টা যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারত?
ওয়াশিংটন: অপারেশন সিঁদুরে পাকিস্তানি এয়ারফোর্সের এফ-১৬ ফাইটার জেট ধ্বংস করা নিয়ে মুখ খুলল আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয় “পাকিস্তানের এফ-১৬ নিয়ে আলোচনার জন্য আমরা আপনাদের পাক সরকারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছি।’ এর ফলে ভারতের সঙ্গে জে সশস্ত্র সংঘর্ষ হয়েছিল তাতে পাকিস্তানি যুদ্ধবিমানের পরিস্থিতি নিয়ে ধন্দ থেকেই গেল।
প্রসঙ্গত, আমেরিকার কাছ থেকে এফ-১৬ কিনেছিল পাকিস্তান। পরিসংখ্যান বলছে ৭৫-৭৬টি এফ-১৬ যুদ্ধ বিমান ইসলামাবাদের কাছে থাকার কথা। গত ৭ মে থেকে ১০ মে ভারতের সঙ্গে সংঘর্ষে যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছিল।
পাকিস্তান এফ- ১৬ কখন কী ভাবে ব্যবহৃত হচ্ছে, সেগুলি কী অবস্থায় আছে সে দিকে সবসময় নজর রাখে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশেষ দল। টেকনিক্যাল সাপোর্ট টিম বা (টিএসটি)-এর কাছে পাকিস্তানে কতগুলি এফ-১৬ রয়েছে তা বিস্তারিত তথ্য তাঁদের কাছে থাকার কথা।
advertisement
advertisement
এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের প্রশ্নে, দুই মার্কিন আধিকারিক বলেন, “আমাদের দুই মার্কিন আধিকারিক পাকিস্তানের এফ-১৬-এর বিষয়ে খোঁজ নিয়ে দেখেছি। দেখলাম কোনও যুদ্ধবিমানই নিখোঁজ হয়নি।”
গত শনিবার মে মাসের পর ভারতের এয়ার চিফ মার্শাল বলেন, “শাহবাজ জেকোবাবাদ এয়ারফিল্ড ভারত আক্রমণ করেছিল। ওখানে এফ-১৬-এর হ্যাঙ্গার ছিল। ওদের অর্ধেকের উপর যুদ্ধবিমান ধ্বংস হয়ে যায়। আর আমি নিশ্চিত আরও অনেক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।”
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
পাকিস্তানের ক'টা যুদ্ধবিমান এফ-১৬ ধ্বংস করেছে ভারত? সামনে এল আসল তথ্য, যা বলল হোয়াট হাউস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement