Hong Kong Fire Update: মৃত বেড়ে ১২৮, এখনও নিখোঁজ দুশো! হংকংয়ের বহুতলে কীভাবে বিধ্বংসী আগুন, শুরু তদন্ত

Last Updated:

যে ১২৮ জনের দেহ উদ্ধার হয়েছে, তাঁদের মধ্যে ৮৯ জনের দেহই শনাক্ত করা সম্ভব হয়নি৷

হংকংয়ের বহুতলে বিধ্বংসী আগুন৷ ছবি-এক্স
হংকংয়ের বহুতলে বিধ্বংসী আগুন৷ ছবি-এক্স
হংকংয়ের আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১২৮৷ এখনও পর্যন্ত ওই আবাসনের বহু আবাসিকই নিখোঁজ৷ ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে৷ নিখোঁজ প্রিয়জনদের খুঁজে পাওয়ার ক্ষীণ আশা নিয়ে হাসপাতালে হাসপাতালে ভিড় জমাচ্ছেন বহু মানুষ৷
গত বুধবার হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট হাউজিং এস্টেট নামে একটি আবাসন কমপ্লেক্সে আগুন লাগে৷ পাশাপাশি আটটি বহুতলকে গ্রাস করে বিধ্বংসী আগুন৷ ওই আটটি বহুতলে সবমিলিয়ে প্রায় ৪৮০০ মানুষ বসবাস করতেন৷ তাঁদের অনেককেই উদ্ধার করা সম্ভব হয়৷ তার পরেও এখনও পর্যন্ত প্রায় ২০০ জন মানুষ নিখোঁজ রয়েছেন বলে খবর৷
advertisement
যে ১২৮ জনের দেহ উদ্ধার হয়েছে, তাঁদের মধ্যে ৮৯ জনের দেহই শনাক্ত করা সম্ভব হয়নি৷ তবে স্বস্তির বিষয় হল, প্রায় ৪০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে এই বিধ্বংসী আগুন৷ প্রায় ১৮০০ ফ্ল্যাটে তল্লাশিও শেষ করেছেন উদ্ধারকারী দলের সদস্যরা৷
advertisement
কীভাবে এই আগুন লাগল, তা জানতে তদন্ত শুরু হয়েছে৷ সংস্কারকাজের জন্য বহুতলের চারপাশে লাগানো বাঁশের মাচা এবং নেট থেকেই আগুন লেগেছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ হংকং সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বহুতলগুলিতে সংস্কারের জন্য বাঁশের মাচাকে ঘিরে যে নেট লাগানো হয়েছিল, তাতেই কোনওভাবে প্রথমে আগুন ধরে যায়৷ বাঁশের মতো দাহ্য পদার্থ থাকায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে৷ দমকলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আটটি বহুতলেরই ফায়ার অ্যালার্ম সিস্টেম ঠিক মতো কাজ করেনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Hong Kong Fire Update: মৃত বেড়ে ১২৮, এখনও নিখোঁজ দুশো! হংকংয়ের বহুতলে কীভাবে বিধ্বংসী আগুন, শুরু তদন্ত
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement