শিশুর নতুন জীবন! গিলে নেওয়ার পর জলহস্তীর পেট থেকে কী করে রক্ষা পেল? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Uganda Miracle: একটি হ্রদের পাশে বসে খেলছিল সে। আচমকাই এক ক্ষুধার্ত জলহস্তী বিশাল হাঁ করে তাকে গিলে নেয়।
অত্যাশ্চর্য ভাবে নতুন জীবন পেল দু’ বছর বয়সি এক শিশু। এক জলহস্তী তাকে প্রথমে গিলে নেয়। ভাগ্যক্রমে সেই ঘটনা চোখে পড়ে যায় এক পথচারীর। দেখামাত্রই তিনি পাথর দিয়ে আঘাত করতে থাকেন বিশালাকায় প্রাণীটিকে। তাতেই হল কাজ। জলহস্তীটি ওই শিশুকে উগরে দেয়। তার লালা, থুতুর সঙ্গে মিশে শিশু বাইরে বেরিয়ে আসে। গত সপ্তাহে এই বিস্ময়কর ঘটনা ঘটেছে আফ্রিকার উগান্ডায়।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ওই শিশুর বাড়ি কাটওয়ে কাবাটোরো শহরে। সেখানে একটি হ্রদের পাশে বসে খেলছিল সে। আচমকাই এক ক্ষুধার্ত জলহস্তী বিশাল হাঁ করে তাকে গিলে নেয়। তবে উদরস্থ করার আগেই ক্রিসপাস ব্যাগোঞ্জা নামে এক প্রত্যক্ষদর্শী পাথর ছুড়ে আঘাত করে প্রাণীটিকে। সেই আঘাতেই সদ্য গিলে নেওয়া খাবার বমির মাধ্যমে বার করে দেয় জলহস্তীটি।
advertisement
আরও পড়ুন : বিদেশে একসঙ্গে ৯ শিশুর জন্ম দেওয়ার দেড় বছর পর নবজাতকদের সঙ্গে নিয়ে স্বদেশে ফিরলেন মা
পুলিশ জানিয়েছে ওই শিশুর নাম ইগা পল। তার দেহ মাথা থেকে পেট পর্যন্ত গিলে ফেলেছিল জলহস্তী। এই ঘটনায় তার মাথায় আঘাত লাগে। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পর তাকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। দিয়ে দেওয়া হয়েছে anti rabies vaccine-ও। এর পর পুলিশের তরফে শিশুটিকে তার বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয়।
advertisement
advertisement
অভয়ারণ্যের কাছাকাছি এলাকায় যে জনবসতিগুলি আছে, সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা জলাশয়গুলির কাছে শিশুদের একা রাখার বিষয়ে অভিভাবকদের সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। কারণ অনেক সময়েই অভয়ারণ্য থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে সেখানে চলে আসে বন্য জীবজন্তুরা। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছেন জলহস্তী তৃণভোজী প্রাণী হলেও সময় বিশেষে অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। খাওয়ার দরকার না থাকলেও শুধুমাত্র আক্রোশের বশে এই ধরনের আক্রমণ তার করে ফেলতেই পারে।
Location :
First Published :
December 16, 2022 2:21 PM IST