Nepal Helicopter Crash: ফের সেই নেপাল, ওড়ার ৩ মিনিটের মধ্যেই সামনে পাহাড়, ভেঙে পড়ল হেলিকপ্টার! মৃত ৪
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Nepal Helicopter Crash: সে দেশের সংবাদমাধ্যমে বলা হয়েছে, হেলিকপ্টারটি একটি পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়েছিল বলেই ভেঙে পড়ে। কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলে একটি উদ্ধারকারী দল পাঠিয়েছে।
কাঠমান্ডু: ফের নেপালে বিমান দুর্ঘটনা। নিহত ৪ জন। হেলিকপ্টারটি ছিল নেপালের এয়ার ডায়নাস্টি সংস্থার। বুধবার রাজধানী কাঠমান্ডু শহরের বাইরে একটি জঙ্গলে এয়ার ডাইনেস্টির কপ্টারটি ভেঙে পড়ে। ঘটনাটি ঘটেছে নুওয়াকোটের সূর্যাচৌরে।
সে দেশের সংবাদমাধ্যমে বলা হয়েছে, হেলিকপ্টারটি একটি পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়েছিল বলেই ভেঙে পড়ে। কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলে একটি উদ্ধারকারী দল পাঠিয়েছে। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের (টিআইএ) সূত্রের তরফে বলা হয়েছে, হেলিকপ্টারটি কাঠমান্ডু থেকে দুপুর ১.৫৪ মিনিট নাগাদ ছাড়ে। সূর্যচৌরে পৌঁছানোর পর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর সেটা টেক অফ করার তিন মিনিট পরে ঘটেছে।
advertisement
advertisement
নেপালে প্লেন দুর্ঘটনার খবর পাওয়া যায় প্রায়শই। গত জুলাই মাসেও কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই ভেঙে পড়ে সৌর্য এয়ারলাইন্সের বিমান৷ ওই সময় সব মিলিয়ে ১৯জন ছিলেন বলে জানা গিয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 07, 2024 4:48 PM IST