Heavy Rain Eiffel Tower Vanished: ১২৭ কিমি ঘণ্টা গতিতে প্রবল ঝোড়ো হাওয়া, সঙ্গে অমানবিক বৃষ্টি, আইফেল টাওয়ার কোথায় ভ্যানিশ হল, ভাইরাল ভিডিও

Last Updated:

Heavy Rain Eiffel Tower Vanished:  ১২৭ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে প্রবল ঝড় আছড়ে পড়েছিল প্যারিসের ওপর৷ এর সঙ্গে ছিল বিশাল শিলাবৃষ্টি এবং ফ্ল্যাশ ফ্লাড৷

Heavy Rain Eiffel Tower Vanished- X Account Video Grab
Heavy Rain Eiffel Tower Vanished- X Account Video Grab
নয়াদিল্লি: কখনও ভেবে দেখেছেন যদি প্যারিসের প্রতীক, সারা বিশ্বে ভালবাসার আইকন যদি অদৃশ্য হয়ে যায় তাহলে কী হবে?  এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যখন প্যারিসে হঠাৎ মুষলধার ঝড়ৃ বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে৷ এরইমধ্যে আইফেল টাওয়ারকে নিজের চিরন্তন প্রেমিক প্যারিস শহরের বুক থেকে অদৃশ্য হতে দেখা যাচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, প্যারিসের চিরন্তন আকর্ষণ অদৃশ্য হয়ে যাচ্ছে এবং বৃষ্টির তোড়ে আইফেল টাওয়ারকে কোথায় খুঁজবে মানুষটি ক্যামেরায় কোথাযও সেটা ফোকাস করতে পারছে না। বুধবার আলোর শহরটি ঝড়-বিদ্যুতের শহরে বদলে গিয়েছিল যখন তখন এটি হয়েছিল৷
১২৭ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে প্রবল ঝড় আছড়ে পড়েছিল প্যারিসের ওপর৷ এর সঙ্গে ছিল বিশাল শিলাবৃষ্টি এবং ফ্ল্যাশ ফ্লাড৷ রূপকথার মতো ঝিকিমিকি আইফেল টাওয়ার প্যারিসের বুক থেকে ভ্যানিশ হয়ে গিয়েছিল। প্রথমে ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছিল যে টাওয়ারটি উঁচু করে দাঁড়িয়ে আছে এবং সোনালী আলো তার সৌন্দর্যকে অলংকৃত করছে, কিন্তু হঠাৎই অতি দ্রুত প্রকৃতির রুদ্রতার নাটকীয়তায় ভালবাসার এই প্রতীকটিকে কয়েক মুহূর্তের জন্য ম্লান করে দেয়৷ যা একটি ভাইরাল ভিডিওতে সকলকে চমকে দিচ্ছে৷
advertisement
দেখে নিন ভাইরাল ভিডিও (Watch Viral Video)
advertisement
advertisement
আইফেল টাওয়ার কি ‘বিদায়’ জানাবে?
আইফেল টাওয়ার কেবল নাট -বোল্ট দিয়ে তৈরি হওয়া একটি ইঞ্জিনিয়ারিং দক্ষতা নয়, এটি বছরের পর বছর ধরে ভালোবাসার স্বপ্নময় প্রতীক৷ যা প্যারিসের আকাশকে আলোকিত করে এবং প্যারিসকে ফিসফিসিয়ে বলে, “Bienvenue, mon amour” যার অর্থ স্বাগতম, আমার ভালোবাসা৷ বুধবার প্যারিস এবং মধ্য ফ্রান্সে আঘাত হানা এক প্রচণ্ড ঝড়ের মধ্যে ভাইরাল ভিডিওতে আলোয় ঝলমল করা টাওয়ারটি অপ্রত্যাশিতভাবে অদৃশ্য হয়ে গেলে ভালোবাসার এমন এক অবাস্তব অনুভূতি ম্লান হয়ে যায়।
advertisement
আইফেল টাওয়ার ভ্যানিশ
আইফেল টাওয়ার ভ্যানিশ
নেটিজেনরা ভিজ্যুয়াল নিয়ে মজা করছে
প্রজন্মের মধ্যে ভালবাসা কমে যাওয়া থেকে শুরু করে বৃষ্টি কীভাবে এটি ঘটাতে পারে, নেটিজেনরা একদিকে মজা করছেন অন্যদিক বিভ্রান্ত কী করে এটা হতে পারে ভেবে। কেউ লিখেছেন,  “আমি অবাক হচ্ছি ক্যামেরাটি কীভাবে সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে যায় এবং আর কী ফোকাস করবে তা জানে না৷”
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Heavy Rain Eiffel Tower Vanished: ১২৭ কিমি ঘণ্টা গতিতে প্রবল ঝোড়ো হাওয়া, সঙ্গে অমানবিক বৃষ্টি, আইফেল টাওয়ার কোথায় ভ্যানিশ হল, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement