মানহানির ২ মামলায় ৬ মাসের জামিন হল খালেদা জিয়ার
Last Updated:
#ঢাকা: মানহানির ২ মামলায় ৬ মাসের জামিন পেলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ৷ মঙ্গলবার ঢাকা হাইকোর্টের বিচারপতি মহম্মদ হাফিদ ও বিচারপতি আহমেদ সোহেলের যুগ্ম বেঞ্চে এই জামিন মঞ্জুর হয় ৷
এদিন খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মহম্মদ আলি, ব্যারিস্টার মওদুদ আহমেদ, জয়নুল আবেদিন, এ কে এম এহসানুর প্রমুখ ৷ অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান। জানা গিয়েছে, গত ২৩ মে ওই দুই মামলায় খালেদা জিয়ার জামিন শুনানির কথা থাকলেও রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ জুন শুনানির দিন ধার্য করে আদালত। সেই হিসেবে গতকাল সোমবার বিচারপতি মহম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে খালেদার জামিন আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আজ ছিল রায়দান ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 18, 2019 2:08 PM IST