Russia Ukraine War: রুশ সেনারা ধর্ষণ করবে, তাই চুল ছেঁটে ফেলেছে ইউক্রেনের এই শহরের মেয়েরা

Last Updated:

ইউক্রেনের রাজধানী কিভ থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত ইভানকিভ৷ প্রায় এক মাস রুশ সেনার দখলে থাকার পর গত ৩০ মার্চ মুক্ত হয় ইভানকিভ৷

রুশ সেনার লালসার শিকার ইউক্রেনের মহিলারা৷ Photo-Reuters
রুশ সেনার লালসার শিকার ইউক্রেনের মহিলারা৷ Photo-Reuters
#কিভ: রুশ সেনারা ধর্ষণ করবে৷ তাই নিজেদের চুল ছেঁটে ফেলেছিলেন ইউক্রেনের ইভানকিভ শহরের যুবতী ও তরুণীরা৷ চুল ছেঁটে ফেললে তাঁদের শারীরিক আবেদন কমবে, এই ভাবনা থেকেই শহরের অল্প বয়সি মেয়েরা এমন পথে হাঁটেন বলে দাবি করেছেন ইভানকিভের ডেপুটি মেয়র মারিয়া বেসচাস্টনা৷
ইউক্রেনের রাজধানী কিভ থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত ইভানকিভ৷ প্রায় এক মাস রুশ সেনার দখলে থাকার পর গত ৩০ মার্চ মুক্ত হয় ইভানকিভ৷ রুশ সেনার দখলে থাকার সময় বেশ কিছু কিশোরী ও যুবতীর উপরে রাশিয়ার সেনার নির্যাতনের অভিযোগ উঠেছে৷
advertisement
advertisement
অভিযোগ, বেশ কয়েকজন মহিলা বেসমেন্টে লুকিয়ে থাকার সময় তাঁদের চুল ধরে টেনেহিঁচড়ে বের করত রুশ সেনারা৷ এর পর তাঁদের উপরে শারীরিক নির্যাতন চালানো হয়৷
শহরের ডেপুটি মেয়র মারিয়া বেসচাস্টানা বলেন, 'যাতে নিজেদের কম আকর্ষণীয় লাগে সেই জন্য মেয়েরা নিজেদের চুল ছোট করে কেটে ফেলতে শুরু করে৷' আইটিভি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বেসচাস্টানা অভিযোগ করেছেন, ইভানকিভ শহরের কাছেই একটি গ্রামে ১৫ এবং ১৬ বছর বয়সি দুই বোনকে ধর্ষণ করে রুশ সেনাবাহিনীর সদস্যরা৷
advertisement
তবে শুধু ইভানকিভ নয়, ইউক্রেনের বিভিন্ন অংশ থেকেই রুশ সেনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে৷ ইউক্রেনীয় এক মহিলা নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে জানান, রাশিয়ার সেনারা তাঁর স্বামীকে হত্যার পর তাঁকে ধর্ষণ করে৷ রুশ সেনারা যখন এই নির্যাতন চালাচ্ছিল, তখন তাঁর চার বছরের শিশুপুত্র আতঙ্কে পাশের ঘরে কাঁদছিল বলে জানিয়েছেন ওই মহিলা৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Russia Ukraine War: রুশ সেনারা ধর্ষণ করবে, তাই চুল ছেঁটে ফেলেছে ইউক্রেনের এই শহরের মেয়েরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement