Russia Ukraine War: রুশ সেনারা ধর্ষণ করবে, তাই চুল ছেঁটে ফেলেছে ইউক্রেনের এই শহরের মেয়েরা

Last Updated:

ইউক্রেনের রাজধানী কিভ থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত ইভানকিভ৷ প্রায় এক মাস রুশ সেনার দখলে থাকার পর গত ৩০ মার্চ মুক্ত হয় ইভানকিভ৷

রুশ সেনার লালসার শিকার ইউক্রেনের মহিলারা৷ Photo-Reuters
রুশ সেনার লালসার শিকার ইউক্রেনের মহিলারা৷ Photo-Reuters
#কিভ: রুশ সেনারা ধর্ষণ করবে৷ তাই নিজেদের চুল ছেঁটে ফেলেছিলেন ইউক্রেনের ইভানকিভ শহরের যুবতী ও তরুণীরা৷ চুল ছেঁটে ফেললে তাঁদের শারীরিক আবেদন কমবে, এই ভাবনা থেকেই শহরের অল্প বয়সি মেয়েরা এমন পথে হাঁটেন বলে দাবি করেছেন ইভানকিভের ডেপুটি মেয়র মারিয়া বেসচাস্টনা৷
ইউক্রেনের রাজধানী কিভ থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত ইভানকিভ৷ প্রায় এক মাস রুশ সেনার দখলে থাকার পর গত ৩০ মার্চ মুক্ত হয় ইভানকিভ৷ রুশ সেনার দখলে থাকার সময় বেশ কিছু কিশোরী ও যুবতীর উপরে রাশিয়ার সেনার নির্যাতনের অভিযোগ উঠেছে৷
advertisement
advertisement
অভিযোগ, বেশ কয়েকজন মহিলা বেসমেন্টে লুকিয়ে থাকার সময় তাঁদের চুল ধরে টেনেহিঁচড়ে বের করত রুশ সেনারা৷ এর পর তাঁদের উপরে শারীরিক নির্যাতন চালানো হয়৷
শহরের ডেপুটি মেয়র মারিয়া বেসচাস্টানা বলেন, 'যাতে নিজেদের কম আকর্ষণীয় লাগে সেই জন্য মেয়েরা নিজেদের চুল ছোট করে কেটে ফেলতে শুরু করে৷' আইটিভি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বেসচাস্টানা অভিযোগ করেছেন, ইভানকিভ শহরের কাছেই একটি গ্রামে ১৫ এবং ১৬ বছর বয়সি দুই বোনকে ধর্ষণ করে রুশ সেনাবাহিনীর সদস্যরা৷
advertisement
তবে শুধু ইভানকিভ নয়, ইউক্রেনের বিভিন্ন অংশ থেকেই রুশ সেনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে৷ ইউক্রেনীয় এক মহিলা নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে জানান, রাশিয়ার সেনারা তাঁর স্বামীকে হত্যার পর তাঁকে ধর্ষণ করে৷ রুশ সেনারা যখন এই নির্যাতন চালাচ্ছিল, তখন তাঁর চার বছরের শিশুপুত্র আতঙ্কে পাশের ঘরে কাঁদছিল বলে জানিয়েছেন ওই মহিলা৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Russia Ukraine War: রুশ সেনারা ধর্ষণ করবে, তাই চুল ছেঁটে ফেলেছে ইউক্রেনের এই শহরের মেয়েরা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement