বয়ফ্রেন্ড কম দামি আংটি দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একহাত নিলেন গার্লফ্রেন্ড

Last Updated:
কে বলেছে ভালবাসার কাছে সব কিছু অর্থহীন? বাকি সব কিছু অর্থহীন হয়ে গেলেও অর্থের যে মূল্য কোনওভাবেই কমে না তা হাড়ে হাড়ে প্রেমিককে বুঝিয়ে দিলেন এই প্রেমিকা৷ সাধ করে প্রেমিকাকে কিনে হিরের আংটি কিনে দিয়েছিলেন প্রেমিক৷ ভুল করে আংটির সঙ্গে থেকে গিয়েছিল বিল৷ আর তাতেই বেজায় চটেছেন প্রেমিকা৷
সোশ্যাল মিডিয়ায় অনামে পোস্ট করে তাকে সস্তা উপহার দেওয়ার জন্য প্রেমিককে একহাত নিলেন প্রেমিকা৷ তার মতে, তার প্রেমিকের মাসে ছয় অঙ্কের বেতন পায়৷ অথচ আংটি দেখে মনে হচ্ছে খুবই সস্তা৷ প্রেমিকের কাছ থেকে তিনি আরও দামি উপহার প্রত্যাশা করেছিলেন বলে জানান৷
photo: Social Media photo: Social Media
advertisement
advertisement
সরু সোনার রিঙের ওপর একটি ছোট্ট হিরে৷ প্রেমিকা জানান আংটি দেখতে সুন্দর হলেও বয়ফ্রেন্ডের তাকে সারপ্রাইজ দেওয়ার সিদ্ধান্তও তার ভাল লাগেনি৷ দুজনে মিলে গিয়ে পছন্দ করেই আংটি কেনার ইচ্ছা ছিল তার৷
পোস্ট দেখার পর বয়ফ্রেন্ডের অফিসের সহকর্মী তাকে জানান, যে আংটির মাপ ও দাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত অসন্তোষ প্রকাশ করতে পারে সে কখনই তার জন্য উপযুক্ত প্রেমিকা নয়৷ সেই মন্তব্যে বিরক্তি প্রকাশ করতেও ভোললেনি প্রেমিকা৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
বয়ফ্রেন্ড কম দামি আংটি দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একহাত নিলেন গার্লফ্রেন্ড
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement