নরকের দ্বার! সাইবেরিয়ায় তৈরি হল ১০০ ফুট গভীর রাক্ষুসে গহ্বর
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Sinkhole in Russia: রাক্ষুসে এই গহ্বরের নাম স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া হয়েছে 'নরকের দ্বার'
১০০ ফুট গভীরতার বিশাল সিঙ্কহোল দেখা গেল রাশিয়ায়। রাক্ষুসে এই গহ্বরের নাম স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া হয়েছে 'নরকের দ্বার'। সাইবেরিয়ায় একটি খনির বিশাল অংশ ধসে গিয়ে এই গহ্বর তৈরি হয়েছে। এই ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই। কারণ এই পরিণতি আশঙ্কা করে ওই এলাকা থেকে জনবসতি নিরাপদ জায়গায় সরিয়ে ফেলা হয়েছিল।
সাইবেরিয়ার তস্তগোল জেলায় রাস্তা এবং বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার মূল রাজপথ আটকে দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে বাস পরিষেবাও। কুঝবাস শিল্প তালুকের শেরেগেশস্কি খনিতে কাজও বন্ধ রাখা হয়েছে এই সিঙ্ক হোল তৈরির পরে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে এই সিঙ্ক হোল বুজিয়ে ফেলা হবে।
আরও পড়ুন : শিশুর নতুন জীবন! গিলে নেওয়ার পর জলহস্তীর পেট থেকে কী করে রক্ষা পেল? জানুন
রুশ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শেরেগেশ স্কি রিসর্টের কাছেই এই সিঙ্ক হোল তৈরি হয়েছে। রাশিয়ার এই পর্যটনকেন্দ্র খুবই জনপ্রিয়। বার্ষিক স্যুইমস্যুট স্কিয়িং কম্পিটিশনের জন্য এই স্কি রিসর্ট বেশ আলোচিত ও চর্চিত।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 17, 2022 4:41 PM IST