Giant Pumpkin: অবিশ্বাস্য ! ১১৫৮ কেজি ওজনের বিশাল কুমড়ো, না দেখলে বিশ্বাসই হবে না!
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
সম্প্রতি মার্কিন মুলুকে কিন্তু এমন বিশাল কুমড়োর সন্ধানই পাওয়া গিয়েছে ৷ অবিশ্বাস্য লাগলেও, দৈত্যাকার এই সব্জি ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এক কৃষক।
নিউ ইয়র্ক: একটা কুমড়োর ওজন ২৫৫৪ পাউন্ড বা ১১৫৮ কেজি ! জীবনে কখনও এত বড় এবং ভারী কুমড়োর কথা শুনেছেন ? নিশ্চয় না ৷ সম্প্রতি মার্কিন মুলুকে কিন্তু এমন বিশাল কুমড়োর সন্ধানই পাওয়া গিয়েছে ৷ অবিশ্বাস্য লাগলেও, দৈত্যাকার এই সব্জি ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এক কৃষক।
আমেরিকার নিউ ইয়র্কের কৃষক স্কট অ্যান্ড্রেস তাঁর ক্ষেতে এই বিশাল কুমড়ো ফলিয়েছেন। বিশাল বড় কুমড়ো এর আগেও অনেক জায়গায় দেখা গিয়েছে ৷ কিন্তু এই কুমড়ো সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে ৷ ছবি না দেখলে বিশ্বাসই হবে না, এত বড় কুমড়ো কী করে ফলতে পারে ৷
advertisement
advertisement
নিউ ইয়র্কে ‘দ্য গ্রেট পামকিন ফার্ম’ নামে প্রতিযোগিতায় সেরার পুরস্কার পেয়েছে এই কুমড়ো। দেখে মনে হবে যেন কুমড়োটাকে বেলুনের মতো হাওয়া দিয়ে কেউ এত বড় ফুলিয়েছেন ৷
বলা বাহুল্য, এত বড় কুমড়ো ক্ষেতে ফলানো মোটেই সহজ কাজ ছিল না স্কটের কাছে ৷ দিন রাত সেটির দেখাশোনা করেছেন তিনি ৷ উত্তর আমেরিকায় সবচেয়ে বেশি ওজনের কুমড়ো এখন এটিই ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 09, 2022 9:44 AM IST