#ইসলামাবাদ: ভারতীয় সেনা বাহিনীর জবাবে বেসামাল পাকিস্তান৷ যুদ্ধ বিমান মিরাজ-২০০০ নিশ্চিহ্ন করে দিয়েছে পাক অধিকৃত কাশ্মীরে জইশ ই মহম্মদের জঙ্গি ঘাঁটি৷ এহেন পরিস্থিতিতে ভারতকে পাল্টা জবাবের হুমকি দিল পাকিস্তান৷ পাক সেনার মেজর জেনারেল আসিফ গফুর সাংবাদিক সম্মেলনে বললেন, ইসলামাবাদ এর জবাব দেবেই৷ এমন জবাব, যা ভারতকে স্তম্ভিত করে দেবে৷
তাঁর কথায়, 'হতবাক হওয়ার জন্য অপেক্ষা করুন৷ খুব শীঘ্রই জবাব দেব৷ এ বার আমাদের পালা৷ সারপ্রাইজের জন্য তৈরি থাকুন৷ অন্য ভাবে উত্তর পাবেন৷' সেনা ও পাক সরকার একসঙ্গে যা ঠিক করবে, সেই মতোই ভারতকে উত্তর দেওয়া হবে বলেও হুমকি দিল পাক সেনা৷ মেজর জেনারেল আসিফ গফুরের কথায়, 'ইতিমধ্যেই আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি৷ সেনারা তৈরি হয়ে গিয়েছে৷' ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান যে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে আক্রমণ চালিয়েছে, তা নিশ্চিতও করেছেন তিনি৷
ইসলামাবাদে সাংবাদিকদের তিনি জানান, তিনটি আলাদা রুট দিয়ে ভারতীয় বায়ুসেনা আক্রমণ চালায়৷ ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের লাহোর-সিয়ালকোট সেক্টরে ঢোকার চেষ্টা করছিল বলেও দাবি তাঁর৷ নিয়ন্ত্রণরেখা পেরনো নিয়ে ভারতের দাবির প্রসঙ্গে জেনারেল গফুরের বক্তব্য, LoC পেরিয়ে ৪-৫ নটিক্যাল মাইল ঢুকেছিল ভারতীয় সেনা৷ ভারত যুদ্ধের পথ বেছে নিল৷ তোমরা আমাদের মনোযোগী করতে চেয়েছিলে, আমরা হয়েছি৷ এ বার দেখো৷
আরও ভিডিও: হ্যাঁ ভারতীয় বায়ুসেনাই পাকিস্তানে ঢুকে জঙ্গি খতম করেছে, জানালেন বিদেশ সচিব
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।