Germany Knife Attack: ভয়ঙ্কর ঘটনা, দিনে দুপুরে এক শিশু ও ব্যক্তিকে ছুড়ি দিয়ে কোপাল দুষ্কৃতি! জানুন ঘটনাটি

Last Updated:

Germany Knife Attack: জার্মানিতে ফের ভয়ঙ্কর ঘটনা। এবার এক আফগানের আক্রমণে মৃত্যু হল এক শিশু ও ব্যক্তির৷ জানুন ঘটনাটি...

Germany Knife Attack: ভয়ঙ্কর ঘটনা, দিনে দুপুরে এক শিশু ও ব্যক্তিকে ছুড়ি দিয়ে কোপাল দুষ্কৃতি! জানুন ঘটনাটি
Germany Knife Attack: ভয়ঙ্কর ঘটনা, দিনে দুপুরে এক শিশু ও ব্যক্তিকে ছুড়ি দিয়ে কোপাল দুষ্কৃতি! জানুন ঘটনাটি
আশাফেনবুর্গ: ফের অশান্ত জার্মানি৷ সেখানে আশাফেনবুর্গ শহরে বুধবার একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে৷ এক দুষ্কৃতি ছুরি নিয়ে হামলা করে৷ এর ফলে ৪১ বছর বয়সী একজন পুরুষ এবং দুই বছরের একটি শিশু নিহত হয়েছে৷ ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন৷
যে জায়গায় ঘটনাটি ঘটেছে, তার কাছ থেকেই আফগানিস্তানের ২৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ তবে ঠিক কোন কারনে এমন হামলা, তার কারণ সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।
advertisement
ছুড়ি নিয়ে আক্রমণের ঘটনাটি দিনে দুপুরেই ঘটেছে৷ ঘটনাটি স্থানীয় সময় সকাল ১১:৪৫ (১০:৪৫ জিএমটি)-এর দিকে বাভারিয়ার শহরের একটি পার্কে ঘটে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, “ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে৷ আরও দুজন গুরুতর আহত হয়েছে৷ তারাও হাসপাতালে ভর্তি৷”
advertisement
পুলিশের তরফ আরও জানানো হয়েছে যে, ঘটনাস্থলের কাছে বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি পায়চারি করছিলেন৷ তাদের প্রত্যেককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে৷ আরও এক ব্যক্তিকে সাক্ষী হিসেবে গ্রেপ্তার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। “অন্য কোনও সন্দেহভাজনের প্রমাণ নেই” এবং জনগণের জন্য আর কোনো বিপদের আশঙ্কা নেই বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছে যে এই অপরাধের কারন নিয়ে তদন্ত চলছে।
advertisement
আশাফেনবুর্গ শহরের পার্কটি পুলিশ ঘিরে রেখেছে, যা ফ্রাঙ্কফুর্ট থেকে প্রায় ৩৬ কিলোমিটার (২২ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত। সাম্প্রতিক মাসগুলোতে জার্মানিতে একাধিক মারাত্মক ছুরি হামলার ঘটনা ঘটেছে। আগস্ট মাসে পশ্চিমাঞ্চলীয় শহর সোলিঙ্গেনের একটি স্ট্রিট ফেস্টিভ্যালে ছুরি হামলায় তিনজন নিহত এবং আটজন আহত হন।
advertisement
এই হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট গ্রুপ এবং পুলিশ একটি সিরিয়ান সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছিল। সেই হামলার পেছনে ইসলামী প্রেরণার অভিযোগ জার্মানিতে অভিবাসন নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি করেছিল৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Germany Knife Attack: ভয়ঙ্কর ঘটনা, দিনে দুপুরে এক শিশু ও ব্যক্তিকে ছুড়ি দিয়ে কোপাল দুষ্কৃতি! জানুন ঘটনাটি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement