নজরে জর্জিয়া!‌ ১৯৯২ সালের পর প্রথম প্রদেশ হাতছাড়া হতে পারে রিপাবলিকানদের

Last Updated:

জর্জিয়া দীর্ঘকাল ধরে রিপাবলিকানদের ঘাঁটি। ১৯৯২ সালে বিল ক্লিন্টনের পর থেকে এই প্রদেশের মানুষ কখনই ডেমোক্র‌্যাটদের ভোট দেননি।

মার্কিন নির্বাচনের ফটো ফিনিশ বলা যেতে পারে। তিনদিন ধরে চলছে ব্যালট গোনা। আর সেখানেই শেষ পর্যন্ত কিস্তিমাত করতে চলেছেন ডেমোক্র‌্যাট প্রার্থী জো বাইডেন। হাতছাড়া হওয়ার মুখে দীর্ঘকাল রিপাবলিকানদের হাতে থাকা প্রদেশ জর্জিয়া, পেনসিলভেনিয়াও। একদিকে পেনসিলভেনিয়া যেমন ট্রাম্পের ঘরের প্রদেশ, অন্যদিকে জর্জিয়ারও একটি ইতিহাস রয়েছে। ১৯৯২ সালে বিল ক্লিন্টনের নির্বাচন জেতার পর ওই প্রদেশ আর কোনওদিনই রিপাবলিকানদের হাতছাড়া হয়নি। এবারে যা হল, তাতে লজ্জাজনক এক পরিণতি হল ডোনাল্ড ট্রাম্পের, সেটা বলাই চলে। শুক্রবার বিকেলে পাওয়া খবর অনুসারে ট্রাম্পকে পিছনে ফেলে বাইডেন ওই প্রদেশে এগিয়ে গিয়েছে ৯১৭ ভোটে। লিড সামান্য হলেও ভোট গণনা প্রায় শেষ হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার বাইডেনের ভোট বাড়বে, কমবে না। ফলে এই প্রদেশও হাতছাড়া হওয়া সময়ের অপেক্ষা।
শুক্রবার সন্ধ্যার হিসাব অনুসারে, এখনও বাইডেনের হাতে রয়েছে ২৬৪ টি ইলেক্টরাল ভোট। ট্রাম্প সেখানে অনেকটা পিছিয়ে আটকে ২১৩–তে। আর মাত্র ছ’‌টি ইলেক্টরাল ভোট পেলেই পরবর্তী প্রেসিডেন্ট হওয়া কার্যত নিশ্চিত করে ফেলবেন বাইডেন। সেখানে জর্জিয়ায় রয়েছে ১৬টি ইলেক্টরাল ভোট। জর্জিয়া জিতলে বাইডেনের সামগ্রিক জয় নিশ্চিত।
জর্জিয়া দীর্ঘকাল ধরে রিপাবলিকানদের ঘাঁটি। ১৯৯২ সালে বিল ক্লিন্টনের পর থেকে এই প্রদেশের মানুষ কখনই ডেমোক্র‌্যাটদের ভোট দেননি। ২০১৬ সালে ট্রাম্প এই প্রদেশে হিলারি ক্লিন্টনকে ৫ শতাংশ ভোটে পরাস্ত করেন। কিন্তু দলের রাশ আলগা হয়েছে ক্রমশ। বৃদ্ধ, পুরনো রিপাবলিকান ভোটারদের মৃত্যু নতুন ভোটারদের জায়গা করে দিয়েছে। আর তাঁরা নতুন করে রিপাবলিকানদের ভোট দিচ্ছেন। সেই কারণেই গত নির্বাচনে ঘুরে গিয়েছিল কব ও গিউনেট কাউন্টি। এবারে আরও ঘুরে গেল প্রদেশের মানচিত্র।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
নজরে জর্জিয়া!‌ ১৯৯২ সালের পর প্রথম প্রদেশ হাতছাড়া হতে পারে রিপাবলিকানদের
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement