কাজের জায়গায় উন্নতি আটকে ? বস Gay হলে বদলাবে পরিস্থিতি
Last Updated:
#উইলকিনসন: LGBT কমিউনিটির জন্য আরও সুখবর ৷ ৩৭৭ ধারা খারিজের দিনই একটি গবেষণায় প্রকাশ পেয়েছে গে বস হলে কাজের পরিবেশ ভাল হবে এবং কাজের উৎপাদনশীলতার হার হবে যথেষ্ট পরিমাণে ভাল ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিট ইউনিভার্সিটির এক গবেষণায় এই তথ্যই সামনে আসছে ৷ গবেষণায় বলা হয়েছে ব্যবসা বা চাকরিতে LGBT ভুক্ত মানুষ সিনিয়ার পোস্টে থাকলে কর্মক্ষেত্রের উন্নতি হয় ৷
গবেষণার জন্য বেছে নেওয়া হয়েছিল বেশ কিছু সংস্থা ৷ এরমধ্যে প্রায় ৬১ শতাংশ সংস্থায় উচু পদে ১জন বা ২জন LGBT সম্প্রদায়ের মানুষ ৷ গবেষকরা বলছেন LGBT ভুক্ত বস অনেক ক্ষেত্রেই তৃণমূলস্তরের মানুষের বেশি খেয়াল রাখেন ৷ যার ফলে নীচুতলার মানুষের কাজে মনোযোগ থাকে এবং কাজের উৎপাদন ক্ষমতা বাড়ে ৷ সুপ্রিম কোর্টে ৩৭৭ ধারা খারিজ হওয়া এমনিতেই খুশি LGBT সম্প্রদায়ের মানুষ ৷ তার ওপর মার্কিট বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা যেন বাড়তি অক্সিজেন জুগিয়েছে এই সম্প্রদায়ে ৷
advertisement
advertisement
কর্মক্ষেত্রে অবহেলিত বা বিতাড়িত এই মানুষগুলো যে কাজের ব্যাপারে সমান দক্ষ বা অনেক ক্ষত্রেই অনেক এগিয়ে,গবেষণার তথ্যে তাই প্রমাণিত ৷ এখনও নিজেদের স্বাধীনতার লড়াই অনেক বাকি তবে এমন গবেষণা যে তাদের মনের জোড় বাড়াতে আর জোগাবে লাড়াইয়ের ক্ষমতা তা নিস্বন্দেহে বলা যায় ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 06, 2018 7:25 PM IST