কাজের জায়গায় উন্নতি আটকে ? বস Gay হলে বদলাবে পরিস্থিতি

Last Updated:
#উইলকিনসন: LGBT কমিউনিটির জন্য আরও সুখবর ৷ ৩৭৭ ধারা খারিজের দিনই একটি গবেষণায় প্রকাশ পেয়েছে গে বস হলে কাজের পরিবেশ ভাল হবে এবং কাজের উৎপাদনশীলতার হার হবে যথেষ্ট পরিমাণে ভাল ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিট ইউনিভার্সিটির এক গবেষণায় এই তথ্যই সামনে আসছে ৷ গবেষণায় বলা হয়েছে ব্যবসা বা চাকরিতে  LGBT ভুক্ত মানুষ সিনিয়ার পোস্টে থাকলে কর্মক্ষেত্রের উন্নতি হয় ৷
গবেষণার জন্য বেছে নেওয়া হয়েছিল বেশ কিছু সংস্থা ৷ এরমধ্যে প্রায় ৬১ শতাংশ সংস্থায় উচু পদে ১জন বা ২জন LGBT সম্প্রদায়ের মানুষ ৷ গবেষকরা বলছেন  LGBT ভুক্ত বস অনেক ক্ষেত্রেই তৃণমূলস্তরের মানুষের বেশি খেয়াল রাখেন ৷ যার ফলে নীচুতলার মানুষের কাজে মনোযোগ থাকে এবং কাজের উৎপাদন ক্ষমতা বাড়ে ৷ সুপ্রিম কোর্টে ৩৭৭ ধারা খারিজ হওয়া এমনিতেই খুশি  LGBT  সম্প্রদায়ের মানুষ ৷ তার ওপর মার্কিট বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা যেন বাড়তি অক্সিজেন জুগিয়েছে এই সম্প্রদায়ে ৷
advertisement
advertisement
কর্মক্ষেত্রে অবহেলিত বা বিতাড়িত এই মানুষগুলো যে কাজের ব্যাপারে সমান দক্ষ বা অনেক ক্ষত্রেই অনেক এগিয়ে,গবেষণার তথ্যে তাই প্রমাণিত ৷ এখনও নিজেদের স্বাধীনতার লড়াই অনেক বাকি তবে এমন গবেষণা যে তাদের মনের জোড় বাড়াতে আর জোগাবে লাড়াইয়ের ক্ষমতা তা নিস্বন্দেহে বলা যায় ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
কাজের জায়গায় উন্নতি আটকে ? বস Gay হলে বদলাবে পরিস্থিতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement