Crime News:১০ বছরে শতাধিকবার! রাতে ঘুমন্ত স্ত্রীকে ধর্ষণ করাতে লোক ডেকে ভিডিও করতেন প্রৌঢ় স্বামী

Last Updated:

Crime News: সেই যৌনতার ভিডিয়ো রেকর্ড করতেন দোমিনিক৷ তার পর সেভ করে রাখতেন ইউএসবি ড্রাইভে

রোজ রাতে স্ত্রীকে মাদকাসক্ত করে বহিরাগতদের স্বামী ডাকতেন ধর্ষণের করানোর জন্য৷ চাঞ্চল্যকর এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে ‘দ্য টেলিগ্রাফ’-এ৷ অভিযোগ, ১০ বছর ধরে এই জঘন্য অপরাধ চালিয়ে গিয়েছেন ওই ফরাসি ব্যক্তি৷ এই ঘটনায় ৯২ জন ধর্ষককে চিহ্নিত করেছেন তদন্তকারীরা৷ তাদের মধ্যে ৫১ জনের বয়স ২৬ থেকে ৭৩ বছর৷ বাকিদের খোঁজেও চলছে তল্লাশি৷ পুলিশ জানিয়েছে ধর্ষক হিসেবে অভিযুক্তদের মধ্যে আছে দমকলকর্মী, লরিচালক, ,মিউনিসিপ্যাল কাউন্সিলর, তথ্যপ্রযুক্তি কর্মী, কারারক্ষী থেকে শুরু করে নার্স পর্যন্ত!
ফ্রান্সের মাজাঁ এলাকার বাসিন্দা ওই অভিযুক্ত ব্যক্তির আসল নাম দোমিনিক বলে জানা গিয়েছে ওই প্রতিবেদনে৷ অভিযোগ, প্রতি রাতে স্ত্রীর খাবারের সঙ্গে তিনি অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ লোরাজেপাম মিশিয়ে দিতেন৷ তার পর তাঁর আমন্ত্রণে বাড়িতে আসতেন বিশেষ ‘অতিথিরা’৷ যৌন সঙ্গমে লিপ্ত হতেন দোমিনিকের ঘুমন্ত স্ত্রীর সঙ্গে৷ অভিযোগ, সেই যৌনতার ভিডিয়ো রেকর্ড করতেন দোমিনিক৷ তার পর সেভ করে রাখতেন ইউএসবি ড্রাইভে৷ ফাইলের নাম দিয়েছিলেন ‘অ্যাবিউসেস’৷ ফাইলটি এখন তদন্তকারী পুলিশের হাতে৷
advertisement
advertisement
তিন সন্তানের বাবা দোমিনিক জেরায় জানিয়েছেন তাঁর দাম্পত্য পেরিয়েছে ৫০ বছর৷ গত ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি স্ত্রীর সঙ্গে এই ঘৃণ্য অপরাধ চালিয়ে গিয়েছেন৷ অবলম্বন করেছিলেন একাধিক সাবধানতাও৷ নৈশ অভিসারে আগত সেই বিশেষ অতিথিদের তিনি বলতেন তামাক বা পারফিউম ব্যবহার না করতে৷ তাহলে স্ত্রীর ঘুম ভেঙে যাওয়ার আশঙ্কা ছিল৷ তাছাড়া তাঁর নির্দেশে অতিথিরা উষ্ণ জলে হাত ধুয়ে নিতেন৷ যাতে কোনওভাবে শীতল হাতের স্পর্শে স্ত্রীর ঘুম ভেঙে না যায়৷ তাঁরই নির্দেশে সঙ্গমের আগে পুরুষরা নিজেদের বিবস্ত্র করতেন বাড়ির রান্নাঘরে৷ যাতে ঘরে এদিক ওদিকে তাঁদের পোশাক ছড়িয়ে ছিটিয়ে পড়ে না থাকে৷ পড়শিদের সন্দেহ এড়াতে তাঁরা গাড়িও পার্ক করতেন বাড়ি থেকে বেশি কিছুটা দূরে এক স্কুলের কাছে৷ তার পর বাকি পথ হেঁটে আসতেন অন্ধকারে৷
advertisement
দোমিনিকের আর এক অপরাধের সূত্রে ফাঁস হয়ে যায় এই নিকৃষ্ট অপরাধ৷ ২০২০ সালে তিনি মহিলাদের কাপড় বদলানোর ঘরে গোপন ক্যামেরা লাগিয়ে রেখেছিলেন৷ সেই ঘটনার তদন্ত করতে গিয়ে জানা যায় তিনি স্ত্রীর সঙ্গে এই কুকীর্তি চালিয়ে গিয়েছেন৷ এদিকে স্বামীর আসল রূপ জানার পর মানসিক ভাবে ভেঙে পড়েছেন দোমিনিকের স্ত্রী৷ স্বামীকে ডিভোর্স করেছেন মানসিক আঘাতে বিধ্বস্ত এই মধ্যবয়সিনী৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Crime News:১০ বছরে শতাধিকবার! রাতে ঘুমন্ত স্ত্রীকে ধর্ষণ করাতে লোক ডেকে ভিডিও করতেন প্রৌঢ় স্বামী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement