চিনা সেনার গবেষণার ফলেই উৎপত্তি করোনার, দাবি পম্পেওর
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
পম্পেয়ো জানিয়েছেন, ‘আমি নিশ্চিত হয়েই বলতে পারি, ওই গবেষণাগারে চিনের পিপল লিবারেশন আর্মির হয়ে কাজ চলছিল। সুতরাং জনস্বার্থে কাজ চলার যে দাবি চিন করেছে, তার আড়ালে গোপনে সেনাবাহিনীর কাজ চলছিল
চিনের সেনাবাহিনীর গবেষণার ফলেই উৎপত্তি হয়েছিল করোনা ভাইরাসের! আমেরিকার প্রাক্তন স্বরাষ্ট্রসচিব মাইক পম্পেয়োর সাম্প্রতিক মন্তব্যে তেমনই ইঙ্গিত মিলেছে বলে দাবি বিশেষজ্ঞ মহলের। ইউহান গবেষণাগারে করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে আগেই চিনের ওপর চাপ তৈরি করেছিল বিশ্বের অন্য দেশগুলি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমেরিকার প্রাক্তন স্বরাষ্ট্রসচিব বলেন, ‘চিনের ওই গবেষণাগার ইউহান ইনস্টিটিউট অব ভাইরোলজি গোপনে চিনের সেনা সংক্রান্ত গবেষণাতেও যুক্ত ছিল। ’ পম্পেয়ো জানিয়েছেন, ‘আমি নিশ্চিত হয়েই বলতে পারি, ওই গবেষণাগারে চিনের পিপল লিবারেশন আর্মির হয়ে কাজ চলছিল। সুতরাং জনস্বার্থে কাজ চলার যে দাবি চিন করেছে, তার আড়ালে গোপনে সেনাবাহিনীর কাজ চলছিল। ’
advertisement
advertisement
পম্পেয়োর সংযোজন, ‘কী গবেষণা চলছিল, তার বিশদ আজও জানায়নি চিন। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ গবেষণাগারে প্রবেশ করতে চাইলে, তাঁদেরও অনুমতি দেয়নি চিন। ’
কোভিড-১৯ ভাইরাসের উৎপত্তিস্থল এবং উৎপত্তির কারণ নিয়ে ক্রমশই ড্রাগনের ওপর চাপ বাড়াচ্ছে বিশ্বের অন্য দেশগুলি। বিশ্বে করোনা অতিমারির আসল কারণ জানতে সমস্যার মূলে পৌঁছনোর দাবি জানিয়েছেন বিজ্ঞানীরাও। প্রেসিডেন্ট বাইডেন বিভিন্ন দিক থেকে জিনপিং প্রশাসনকে চাপে রেখেছেন। যদি এই অভিযোগ সত্যি প্রমাণিত হয় তাহলে চিনের ভাগ্যে দুঃখ অপেক্ষা করছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 01, 2021 9:48 PM IST