Joe Biden: কঠিন অসুখ.. ক্যানসারে আক্রান্ত জো বাইডেন! ইনস্টাগ্রাম পোস্টে কী জানালেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
এরপর শুক্রবার তাঁর সম্পূর্ণ শরীরের পরীক্ষা করা হলে জানা যায়, তিনি হাই গ্রেড ক্যানসারে ভুগছেন। রিপোর্ট অনুযায়ী, হাড়ে ক্যানসার ছড়িয়ে পড়েছে।
ওয়াশিংটন: ক্যানসারে আক্রান্ত আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের দফতরের তরফে জানানো হয়েছে, তিনি প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন। শরীরের অবস্থা বেশ কঠিন। রবিবার রাতে জো বাইডেনের কার্যালয় থেকে একটি বিবৃতি জারি করে এই তথ্য জানানো হয়েছে। এরপর সোমবার নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করলেন বাইডেন।
লিখলেন, আপনাদের অনেকের মতোই আমিও ক্যানসারের গ্রাসে পড়েছি। এই কঠিন পরিস্থিতি আমাদের শিখিয়েছে আমি এবং জিল, আমরা দু’জন সবচেয়ে দৃঢ়, শক্তিশালী। আপনাদের ভালবাসা এবং পাশে থাকার জন্য ধন্যবাদ।
advertisement
advertisement
বিবৃতিতে বলা হয়েছে, ‘গত সপ্তাহে প্রস্রাবজনিত সমস্যা বাড়ার কারণে প্রেসিডেন্ট বাইডেনের প্রোস্টেট গ্রন্থিতে একটি নতুন সমস্যা পাওয়া যায়। শুক্রবার তাঁর প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে, যার গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫)। ক্যানসারটি ইতিমধ্যেই হাড়ে ছড়িয়ে পড়েছে। তবে চিকিৎসা সম্ভব।’
advertisement
তাঁর অসুস্থতার খবরে, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘আমি ও মেলানিয়া জো বাইডেনের খবর শুনে গভীরভাবে মর্মাহত। তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করি’।
প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং তাঁর স্বামী ডগলাস এমহফও বাইডেনের সুস্থতা কামনা করে বলেন, ‘ডগ এবং আমি প্রেসিডেন্ট বাইডেনের প্রোস্টেট ক্যানসারের খবর শুনে গভীরভাবে মর্মাহত। আমরা বাইডেন পরিবার ও ড. জিল বাইডেনের কথা ভেবে প্রার্থনা করছি।’
advertisement
Doug and I are saddened to learn of President Biden’s prostate cancer diagnosis. We are keeping him, Dr. Biden, and their entire family in our hearts and prayers during this time. Joe is a fighter — and I know he will face this challenge with the same strength, resilience, and… pic.twitter.com/gG5nB0GMPp
— Kamala Harris (@KamalaHarris) May 18, 2025
advertisement
জানা গিয়েছে, গত সপ্তাহ থেকেই বাইডেনের প্রস্রাবে সমস্যা হচ্ছিল। এরপর শুক্রবার তাঁর সম্পূর্ণ শরীরের পরীক্ষা করা হলে জানা যায়, তিনি হাই গ্রেড ক্যানসারে ভুগছেন। রিপোর্ট অনুযায়ী, হাড়ে ক্যানসার ছড়িয়ে পড়েছে। ৮২ বছর বয়সি ডেমোক্র্যাট নেতা বাইডেন ২০২১ সালের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছিলেন। তিনি সে সময় হারিয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 19, 2025 6:29 PM IST