#ইসলামাবাদ: অর্থনীতির বেহাল অবস্থা ৷ একইসঙ্গে পাল্লা দিচ্ছে মূল্যবৃদ্ধি ৷ পেট্রোল-ডিজেলই শুধু নয়, দুধ, টমেটোর মতো রোজকার অত্যাবশকীয় খাবারের আকাশছোঁয়া দামে প্রায় আধপেটা খেয়েই দিন কাটাচ্ছেন দেশবাসী ৷ এবার গোদের উপর বিষফোঁড়া ৷ আটার দামে হাতে ছ্যাঁকা ৷ এক কেজি আটার দাম রবিবার দাঁড়িয়েছে ৬২ টাকা ৷ কোনও কোনও রাজ্যে তো এক কেজি আটার জন্য ৭০ টাকারও বেশি দাম চাইছেন বিক্রেতারা ৷ গত এক সপ্তাহে প্রতি কিলো আটার দাম পাঁচ টাকা করে বেড়েছে ৷মূল্যবৃদ্ধির ঘটনায় নাজেহাল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷ তার সরকারের দাবি, এই খবর সর্বৈব মিথ্যে ৷ সরকারি গুদামে এখনও প্রচুর গম মজুদ আছে তাই চাহিদা ও উৎপাদনের মধ্যে কোনও ভারসাম্য নষ্ট হওয়ার ঘটনা ঘটেনি ৷ অন্যদিকে, তিনি অবিলম্বে আটার দাম নিয়ন্ত্রণে আনার নির্দেশ দিয়েছেন প্রশাসনকে ৷ মূল্যবৃদ্ধির এই ঘটনায় পাঞ্জাব প্রদেশের ক্রুদ্ধ একাধিক দল সরকারকে পাঁচদিনের সময় দিয়েছে ৷ এর মধ্যে দাম নিয়ন্ত্রণে না আনা হলে অনির্দিষ্টকালের জন্য হরতালের হুমকিও দিয়েছেন তারা ৷ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার একটি সংগঠনও সোমবার ধর্মঘটের ডাক দিয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Flour Price reaches 70 per kg, Flour prices, Flour prices skyrocket in Pakistan, Imran Khan, Panic across the country