বাড়ির বাগানে ভোররাত ৩.৪০ এ কী ঘুরছে, ভদ্রমহিলা ভিডিও পোস্ট করতেই ভাইরাল

Last Updated:

মা গো মা ভদ্রমহিলার কী অদ্ভুত দাবি...

#ফ্লোরিডা: বাড়ির নিরাপত্তা বজায় রাখার জন্য বাড়ির বাইরে সিসিটিভ (cctv)  লাগিয়েছিলেন৷  কিন্তু তার সিসিটিভি ফুটেজে সম্প্রতি যে প্রাণীর ছবি ধরা পড়েছে তা দেখে বিস্মিত সকলেই৷ রাতে মনিটর করেন তিনি রোজকার ফুটেজ৷ এর সেটা দেখতে গিয়েই চমকে উঠেছেন৷
তাঁর গল্প  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ সে এই প্রাণীকে দেখিয়ে দাবি করছে এটা প্রিহিস্টোরিক যুগের প্রাণী -অর্থাৎ ডায়নোসর৷ ক্রিস্টিনা রায়ান বলেছেন, ‘‘ বাড়ির ক্যামেরায় গুলিয়ে দেওয়া একটি ফুটেজ দেখা গেছে৷ যাতে ক্ষুদ্র একটি প্রাণী তার বাগানে ঘুরছে৷ ’’
সোশ্যাল মিডিয়া এই ভিডিও দেখার পরই ব্যবহারকারীরা সকলেই একমত এই প্রাণী কোনও পোষ্যজন্তুর মতো দেখতে নয়৷ 
advertisement
advertisement
রায়ান জানিয়েছেন তিনি নিশ্চিত এটা শিশু ডায়নোসর৷ ভিডিওতে দেখা যাচ্ছে প্রাণীটি নিজের পিছনের দুটি পায়ে ভর দিয়ে দৌড়চ্ছে আর তার মোটা একটা লেজ আছে৷ দেখে নিন সেই অদ্ভুত দর্শন প্রাণীর ভিডিও৷
advertisement
রায়ান Fox 35 -কে জানিয়েছেন ভোর ৩.৪০ কোনও প্রাণী এসে উপস্থিত হয় না৷ আর কোনও প্রাণী এভাবে ঘুরেও বেড়ায় না৷ আমি জুরাসিক পার্ক অনেকবার দেখেছি৷ তাই আমি রাপটর বা ছোট ডায়নোসর মনে করছি৷
শুধু রায়ানই নিজের বাগানের প্রাণীটিকে ডায়নোসর বলছেন না৷ যারা সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখে দেখে ভাইরাল করে দিয়েছেন তারাও অনেকটাই বাড়ির মালিকের সঙ্গে একমত৷
advertisement
এদিকে আবার নেটিজেনদের কেউ কেউ বলেছেন, এটা হয়ত একটা ময়ূর৷ কেউ আবার বলেছেন কুকুর বালতি ও কম্বল গায়ে মাথায় দিয়ে ঘুরছে৷ কেউ আবার আরও মজা করে বলেছে এটা সম্ভবত একটা টিকটিক ৷ ফ্লোরিডায় যেটা খুব সহজেই দেখা যায়৷ দু পায়ে যে খুবই জোরে দৌড়য়৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বাড়ির বাগানে ভোররাত ৩.৪০ এ কী ঘুরছে, ভদ্রমহিলা ভিডিও পোস্ট করতেই ভাইরাল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement