#ঢাকা: ঢাকার মতো ঝা চকচকে শহরে অভাবও যে দানা বাঁধতে পারে তা এই ঘটনা থেকেই বোঝা যায়। এখনও অনেক মানুষ আছেন যাদের নিজেদের বাচ্চার দুবেলার খাবারটুকু জোটানোরও সাধ্য নেই। তখন বাধ্য হয়েই তারা অসৎ রাস্তা বেছে নেন। এক অসহায় বাবা তাঁর ছেলের দুধ চুরি করতে গিয়ে ধরা পড়লেন ঢাকায়।
দোকান থেকে তিনি অনেকগুলো দুধের প্যাকেট চুরি করেছিলেন নিজের ছোট্ট বাচ্চার জন্য। তবে শেষ রক্ষা হল না। ধরা পড়ে গেলেন নিরাপত্তা রক্ষীর হাতে। তবে দুধ চুরির পিছনের কারণ জানতে পেরে পুলিশের চোখেও জল চলে আসে। তারা জানতে পারে ভদ্রলোকের তিন মাস আগে চাকরি গিয়েছে। তিন মাস ধরে তাঁর কোনও রোজগার নেই। তাই বাধ্য হয়েই বাচ্চার মুখে দুধ তুলে দেওয়ার জন্য চুরির পথ বেছে নেন তিনি। তবে দোকানদাররা তাঁকে ধরে বেঁধে রেখেছিল। পুলিশ এসে সব শুনে ভদ্রলোককে ছেড়ে দেন। পুলিশ ওই ভদ্রলোককে ৫০০ টাকাও দেন। তারপর তিনি গোটা ঘটনা ফেসবুকে শেয়ারও করলেন অফিসার। ভদ্রলোককে দুধের প্যাকেট দেওয়া হয় তাঁর বাচ্চার জন্য। দেওয়া হয় মাসের খরচও। তবে প্রশ্ন হল এই ভাবে কতদিন বাচ্চাকে খাইয়ে বাঁচিয়ে রাখবেন তিনি! তাই তাঁর পাশে দাঁড়াল সেই দোকানের মালিক। যেখান থেকে তিনি দুধ চুরি করেছিলেন সেখানেই তাঁকে চাকরি দিচ্ছে দোকানের মালিক।