সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক তথ্য অপব্যবহার রুখতে আরও সময় প্রয়োজন, জানালেন মার্ক জুকারবার্গ
Last Updated:
কেমব্রিজ অ্যানালিটিকা পর্বে মার্কিন কংগ্রেসে রীতিমত রোষের মুখে পড়েছিলেন জুকারবার্গ ও তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক তথ্যের অপব্যবহার রুখতে উদ্যোগী হয়েছে ফেসবুক কর্তৃপক্ষ
#ক্যালিফোর্ণিয়া: ভারত সহ বিশ্বের বেশ কয়েকটি দেশেই আসন্ন জাতীয় নির্বাচন । তবে নির্বাচনের প্রস্তুতির মধ্যেই সবমহলের উদ্বেগের একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে ভুয়ো খবর । হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মাধ্যেমে প্রতিনিয়ত ছড়াচ্ছে ভ্রান্ত ও উস্কানিমূলক তথ্য, যার জেরে বেড়ে চলেছে হিংসামূলক ঘটনা । এই বিষয় নিয়ে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে কড়া বার্তাও পাঠিয়েছিল কেন্দ্র যার জেরে হোয়াটসঅ্যাপেও এসেছে বেশ কয়েকটি নয়া সংযোজন। এবার ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ জানিয়েছেন সমগ্র বিষয়টি নিয়ন্ত্রণ করতে তার আরও একটু সময় প্রয়োজন ।
একটি পোস্টে জুকারবার্গ জানিয়েছেন ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২০০ কোটি । ২০১৭ সাল থেকেই ফেসবুকে ভুয়ো খবর নিয়ন্ত্রণ করার কাজ শুরু হলেও তা সম্পূর্ণ হতে ২০১৯ পর্যন্ত সময় লাগবেই । তথ্যের অপব্যবহার রুখতে বেশ অনেকটাই এগিয়েছ ফেসবুক ও আশা করা যায় আগামী নির্বাচনের আগেই এই ধরনের ঘটনা সম্পূর্ণ এড়ানো যাবে, জানিয়েছেন জুকারবার্গ। কেমব্রিজ অ্যানালিটিকা পর্বে মার্কিন কংগ্রেসে রীতিমত রোষের মুখে পড়েছিলেন জুকারবার্গ ও তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক তথ্যের অপব্যবহার রুখতে উদ্যোগী হয়েছে ফেসবুক কর্তৃপক্ষ ।
advertisement
advertisement
ভোট সংক্রান্ত কারচুপি রুখতে বিশেষ গাইডলাইন আনবে ফেসবুক ও সেই কাজের জন্যই আরও এক বছর সময় লাগবে বলে জানিয়েছেন জুকারবার্গ । প্রসঙ্গত, ভারতের আসন্ন লোকসভা নির্বাচনেও রাজনৈতিক প্রচার ও বিজ্ঞাপনে স্বচ্ছতা আনতে নির্বাচন কমিশনকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে গুগলও।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 09, 2018 6:43 PM IST