#কান্দাহার: আফগানিস্তান থেকে আমেরিকান সেনা বিদায় নিয়েছে খুব বেশিদিন হয়নি ৷ এর মধ্যেই কান্দাহারের (Kandahar) একটি ভিডিও ভাইরাল হয় ৷ যেখানে দেখা যায়, হেলিকপ্টার থেকে একজন ব্যক্তি শূন্যে ঝুলছেন ৷ ভিডিওয়ে দেখতে পাওয়া ওই মানুষটিকে মৃত বলে দাবি করা হয় ৷ কিন্তু Fact Check-এর পর স্পষ্ট যে ওই দাবি মিথ্যে। ওই ঘটনারই অন্যান্য ভিডিওতে দেখা যায় যে লোকটি জীবিত এবং তিনি পরে আছেন হেলিকপ্টার থেকে ঝুলে থাকার জন্য বিশেষ সরঞ্জাম। তাই ওই ব্যক্তি যে মৃত নয়, তা স্পষ্ট ৷
Afghan pilot flying this is someone I have known over the years. He was trained in the US and UAE, he confirmed to me that he flew the Blackhawk helicopter. Taliban fighter seen here was trying to install Taliban flag from air but it didn’t work in the end. https://t.co/wnF8ep1zEl
— BILAL SARWARY (@bsarwary) August 31, 2021
তবে এমন ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি ৷ একাধিক সাংবাদিক এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন৷ তাঁদের অভিযোগ ছিল, কোনও একজন মানুষকে হত্যা করে তাঁর দেহ হেলিকপ্টারের সঙ্গে বেঁধে নিয়ে কান্দাহার প্রদেশের উপরে নজরদারি চালাতে বের হয় তালিবানরা৷ স্বভাবতই এই দৃশ্য যাঁরাই দেখেছেন, তাঁরাই শিউরে উঠেছেন৷ যদিও পরে ওই একই ঘটনার অন্যান্য ভিডিও দেখে বোঝা যায়, যে ওই ব্যক্তি মৃত নয় ৷ হেলিকপ্টার থেকে ঝুলে থাকার সাজ-সরঞ্জাম তিনি পরেই ছিলেন ৷
It turns out the post I shared w/ a video of Taliban “hanging a man” from a helicopter may be inaccurate. So I deleted the tweet.
What remains accurate is: - The Taliban are brutal terrorists. - We left them millions in US military equipment, including Black Hawk helicopters. https://t.co/zOvNM5UXUW — Ted Cruz (@tedcruz) August 31, 2021
ডেইলি মেইল-এ জানানো হয়েছে, গত মাসে আমেরিকার তরফে আফগানিস্তানে অতিরিক্ত সাতটি ব্ল্যাক হক হেলিকপ্টার পাঠানো হয়েছিল৷ এর পাশাপাশি গত কুড়ি বছরে আফগানিস্তানে মার্কিন বাহিনী যে পরিকাঠামো তৈরি করেছিল এবং সাজ সরঞ্জাম নিয়ে এসেছিল তার সবই পড়ে রয়েছে ৷ যদিও আফগানিস্তান ছাড়ার আগে কাবুল বিমানবন্দরে পড়ে থাকা নিজেদের ৭৩টি বিমান অকেজো করে দিয়ে যায় মার্কিন সেনা ৷ এর পাশাপাশি ২৭টি হামভি যান, অত্যাধুনিক সাজ সরঞ্জাম, রকেট ডিফেন্স সিস্টেমও অকেজো করে দিয়ে গিয়েছে মার্কিন সেনা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Afghanistan, Kandahar, Taliban