উত্তপ্ত 38th Parallel, দুই কোরিয়ার সংযোগকারী অফিস উড়িয়ে দিলেন কিম জং উন

Last Updated:

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা সূত্রে খবর, এদিন প্রচন্ড জোরে বিস্ফোরণের শব্দের সঙ্গে সঙ্গেই ধোঁয়ায় ভরে যায় গোটা ‘কায়সং ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ এলাকা ৷ তারপরই জানা যায় কিমের ফৌজ লিয়াজোঁ অফিসটি উড়িয়ে দিয়েছে ৷

#পিয়ংইয়াং: ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর ও দক্ষিণ কোরিয়া সীমান্ত, ৩৮ তম সমান্তরাল ৷ দুই কোরিয়ার সংযোগ রক্ষাকারী সীমান্তবর্তী অফিস উড়িয়ে দিল কিম জং উনের সেনাবাহিনী ৷ সংবাদমাধ্যমকে পাঠানো মাত্র এক লাইনের বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার সংযোগকারী মন্ত্রক জানিয়েছে, ‘স্থানীয় সময় দুপুর ২.৪৯ মিনিটে এদিন কায়েসং লিয়াজোঁ অফিস উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া ৷’
দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা সূত্রে খবর, এদিন প্রচন্ড জোরে বিস্ফোরণের শব্দের সঙ্গে সঙ্গেই ধোঁয়ায় ভরে যায় গোটা ‘কায়সং ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ এলাকা ৷ তারপরই জানা যায় কিমের ফৌজ লিয়াজোঁ অফিসটি উড়িয়ে দিয়েছে ৷ দুই কোরিয়ার মধ্যে নানা বিষয়ে আলোচনার জন্য সীমান্তে এই লিয়াজোঁ অফিসটি তৈরি করা হয়েছিল। গত কয়েকদিন ধরেই এমন কিছু করার ইঙ্গিত মিলেছিল কিমের  তরফে | ৪৮ ঘণ্টা আগেই উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের ক্ষমতাশালী বোন কিম ইয়ো জং সোজাসাপটা ভাষায় হুমকি দিয়েছিলেন, শীঘ্রই উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সংযোগকারী অপদার্থ যৌথ লিয়াঁজ অফিস সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়া হবে ৷
advertisement
সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় সঙ্গে সমস্ত কৃটনৈতিক সম্পর্ক ঘুচিয়ে দিয়েছেন কিম জং উন ৷ তারপর থেকেই লাগাতার চলছিল নরমে-গরমে হুমকি ৷ চলতি মাসের শুরু থেকেই সম্পর্তের অবনতি ৷ সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ার শাসক বিরোধী লিফলেট বিলি ও পিয়ংইয়ংয়ের সমালোচনা করে বেলুন বার্তা পাঠানো নিয়ে গোল বাঁধে ৷ কিম জং উনের সরকারের তরফে বারবার সতর্ক করা হলেও এমন কাণ্ডের পুনরাবৃতি হতেই দুদেশের সম্পর্ক তলানিতে পৌঁছায় ৷ সমস্ত ধরনের সম্পর্ক শেষ করে দেওয়া হয় উত্তর কোরিয়ার তরফে ৷
advertisement
advertisement
এরপরই বোঝা গিয়েছিল ফের বড় কিছুর জন্য প্রস্তুত হচ্ছে কিমের ফৌজ ৷ লিঁয়াজো অফিস গুঁড়িয়ে দেওয়া এর প্রথম পদক্ষেপ ৷ বিশেষজ্ঞদের মতে, এর মাধ্যমে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করলেন একনায়ক কিম জং উন ৷ উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যেকার সীমান্ত অর্থাৎ 38th Parallel-এ দুদেশের প্রায় ১০ লক্ষ জওয়ান উপস্থিত রয়েছেন ৷ যা বিশ্বের যে কোনও বর্ডারে উপস্থিত সৈন্য সংখ্যার মধ্যে সর্বোচ্চ ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
উত্তপ্ত 38th Parallel, দুই কোরিয়ার সংযোগকারী অফিস উড়িয়ে দিলেন কিম জং উন
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement