ছুটিতে ইউরোপ ঘোরার পরিকল্পনা ? তবে অবশ্যই শেনজেন ভিসা নিয়ে ক্রোয়েশিয়া ঘুরে দেখুন

Last Updated:

ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়ন দ্বারা স্বীকৃত একটি শেনজেন রাষ্ট্র। ভিসা সঙ্গে থাকলে ভ্রমণকারীদের জন্য ক্রোয়েশিয়ার দরজা খোলা। visit croatia with schengen visa

ক্রোয়েশিয়া ইউরোপের দুর্দান্ত এবং খুবই জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পট। ক্রোয়েশিয়ায় বেড়াতে যেতে চান, তবে আপনার জন্য একটি সুসংবাদ আছে। যেহেতু ক্রোয়েশিয়া শেনজেন এরিয়ার সঙ্গে যুক্ত হচ্ছে, তাই এখন থেকে ভ্রমণকারীদের  ক্রোয়েশিয়া যাওয়ার জন্য নতুন করে ভিসা বানাতে হবে না। ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়ন দ্বারা স্বীকৃত একটি শেনজেন রাষ্ট্র। ভিসা সঙ্গে থাকলে ভ্রমণকারীদের জন্য ক্রোয়েশিয়ার দরজা খোলা।
schengenvisa.com এর মতে,  ২০১৯ সাল থেকে বুলগেরিয়া এবং রোমানিয়া শেনজেন জোন দেশগুলিতে ভিসা-মুক্ত ভ্রমণ করতে পারবে না । এই অঞ্চলে দুই বলকান জাতির অনুপ্রবেশকে সমর্থন করার জন্য অনুষ্ঠিত সভায় ২৭ জন ইইউ মন্ত্রী উপস্থিত ছিলেন। কিন্তু সেখানে কোন সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বর্তমানে ২৭ টি দেশ সমেত শেনজেন ভিসা হল বিশ্বের বৃহত্তম ভিসা-মুক্ত অঞ্চল। কারো কাছে শেনজেন ভিসা থাকলে তারা ভিসা ছাড়াই উল্লিখিত ২৭ টি দেশে যেতে সক্ষম হবেন।  এর জন্য নতুন করে সেই সমস্ত দেশের ভিসা বানাতে হবেনা।  একটি শেনজেন ভিসা হল একটি স্বল্পকালীন ভিসা।  এটি সঙ্গে থাকলে ভ্রমণকারীদের যেকোনো সদস্য রাষ্ট্রে প্রবেশ করতে পারবে।  শুধু তাই নয় ভ্রমণকারীরা নিজেদের অবসর কিংবা ব্যবসার জন্য ৯০ দিন পর্যন্ত সেখানে থাকতে পারবেন।
advertisement
advertisement
শেনজেন ভিসা ইউরোপের জন্য সবচেয়ে প্রচলিত ভিসা।  শেনজেন ভিসা হোল্ডারদের শেনজেন এরিয়া ছাড়তে এবং অবাধে শেনজেন সদস্য দেশগুলিতে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। শেনজেন এলাকায় কোন বর্ডার রেস্ট্রিকশন নেয়।
সেই সমস্ত দেশ যেগুলো তাদের সীমানা শেয়ার করে , রেলপথ এবং পরিবহনের অন্যান্য পদ্ধতিগুলি সেই সমস্ত জায়গাগুলিকে সংযুক্ত করে। এটা নিঃসন্দেহে ভ্রমণকারীদের জন্য খুব বড় সুখবর। তবে এবার প্রস্তুতি শুরু করে দিন এবং শুধু শেনজেন ভিসা হাতে নিয়ে ঘুরে আসুন ক্রোয়েশিয়ার মতো মনমুগ্ধকর জায়গা।
advertisement
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ খবর/বিদেশ/
ছুটিতে ইউরোপ ঘোরার পরিকল্পনা ? তবে অবশ্যই শেনজেন ভিসা নিয়ে ক্রোয়েশিয়া ঘুরে দেখুন
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement