হোম /খবর /বিদেশ /
করোনায় ক্ষতি সামলাতে EU-র মাস্টার প্ল্যান, ১ লক্ষ কোটি ইউরোর তহবিল গঠন

করোনায় ক্ষতি সামলাতে EU-র মাস্টার প্ল্যান, ১ লক্ষ কোটি ইউরোর তহবিল গঠন

করোনায় ভেঙে পড়েছে অর্থনীতি। বিপর্যস্ত স্পেন, ইতালির মতো দেশ।

  • Last Updated :
  • Share this:

করোনায় বিপর্যস্ত ইউরোপ। অর্থনীতিতে গতি ফেরাতে অবিশ্বাস্য অঙ্কের টাকা ঢালার পরিকল্পনা। প্রাথমিকভাবে স্থির হয়েছে, ক্ষতিগ্রস্ত দেশগুলোতে এখনই ৫৪ হাজার কোটি ইউরো ঢালা হবে। করোনা মোকাবিলায় ১ লক্ষ কোটি ইউরোর তহবিল গঠনেরও পরিকল্পনা ইউরোপীয়ান ইউনিয়নের।

একা নয়, হাতে হাত মিলিয়ে করোনা মোকাবিলায় উদ্যোগী ইউরোপীয়ান ইউনিয়ন। সমাধান খুঁজতে চলতি সপ্তাহে ভিডিও বৈঠক করেন ইউরোপীয়ান ইউনিয়নের সদস্য দেশগুলির প্রধানরা। শনিবার জমা পড়েছে অ্যাকশন প্ল্যান।

করোনায় ভেঙে পড়েছে অর্থনীতি। বিপর্যস্ত স্পেন, ইতালির মতো দেশ। EU-র অন্য দেশগুলোও সমান ক্ষতিগ্রস্ত। এই অবস্থায় বিপুল নগদ ঢেলে অর্থনীতি চাঙ্গা করার পরিকল্পনা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোকে আর্থিক প্যাকেজ। প্রাথমিকভাবে ৫৪ হাজার কোটি ইউরো ঢালা হবে। ঋণপত্র বিক্রি করে টাকা তুলবে ইউরোপীয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইউরোপীয় ইউনিয়নের ১০টি দেশ। এইদেশগুলিতে বরাদ্দের ৭০ শতাংশ যাবে।

এই খাতে যে নগদ ঢালার সুপারিশ করা হয়েছে, তা ইউরোপীয়ান ইউনিয়নের মোট ৭ বছরের বাজেটের সমান। কোত্থেকে আসবে এই কুবেরের ধন?

- ধনী দেশগুলিকে তহবিলে জিডিপির একটি অংশ দেওয়ার আবেদন

- ঋণপত্র বেচে টাকা তোলার পরিকল্পনা

-২৫ বছরের জন্য ১ শতাংশ সুদে ঋণ দেবে ব্যাঙ্ক

- ১০ বছর পর শোধের কিস্তি শুরু

এত কিছু যে বাস্তবায়িত হবেই, এমনটা অবশ্য বলা যাচ্ছে না। আর্থিক অনুদানের মাস্টার প্ল্যােন চূড়ান্ত অনুমোদন এখনও বাকি। মে মাঝের মাঝামাঝি সময়ে এব্যাপারে ফের বৈঠকের সম্ভাবনা।

তখনই স্পষ্ট হবে, করোনার ক্ষত সারাতে ইউরোপীয়ান ইউনিয়নের ত্রাণ প্রকল্প ঠিক কী রূপ নিচ্ছে।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Corona fund, Coronavirus, COVID-19, European Union