Elon Musk's 14 th Child: ভূমিষ্ঠ ১৪ তম সন্তান! আরও একবার বাবা হলেন ধনকুবের প্রযুক্তিবিদ এলন মাস্ক! নবজাতকের মা কে? জানুন পরিচয়
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Elon Musk's 14 th Child:যদি তাঁর আগের সন্তানের খবর সত্য বলে বিশ্বাস করা হয় তবে এই নবজাতক তাঁর ১৪তম সন্তান হবে বলে মনে করা হচ্ছে।
নয়াদিল্লি : ধনকুবের প্রযুক্তিবিদ এলন মাস্ক আরও একবার স্বাদ পেলেন পিতৃত্বের। যদি তাঁর আগের সন্তানের খবর সত্য বলে বিশ্বাস করা হয় তবে এই নবজাতক তাঁর ১৪তম সন্তান হবে বলে মনে করা হচ্ছে। এ বার তিনি পুত্রসন্তানের বাবা হয়েছেন। নবজাতকের নাম রাখা হয়েছে সেলডন লাইকারগাস। সদ্যোজাতর মা শিভন জিলিস এক্সিকিউটিভ পদে কর্মরত মাস্কের সংস্থা নিউরালিঙ্ক-এ। এর আগে আরও তিন বার মাস্কের সন্তানের মা হয়েছেন শিভন।
সোশ্যাল মিডিয়া এক্স (পূর্বতন ট্যুইটার)-এ শিভন লেখেন, “এলনের সঙ্গে আলোচনা করার পর সুন্দর আর্কেডিয়ার জন্মদিনে আমরা অনুভব করেছি যে আমাদের ছেলে সেলডন লাইকারগাসের কথা সরাসরি শেয়ার করাই ভাল। আমরা ওকে খুবই ভালবাসি”। এই শিশুর জন্ম কবে হয়েছে, সেটা তিনি জানাননি। তাঁর এই পোস্টে হৃদয় ইমোজি দিয়েছেন মাস্ক স্বয়ং। ২০২১ সালে জানা যায় যে মাস্কের যমজ সন্তানের জন্ম দিয়েছেন শিভন। ২০২৪ সালে, তিনি মাস্কের তৃতীয় সন্তানের জন্ম দেন।
advertisement
মাস্কের ১৩-তম সন্তানের জন্ম দেওয়ার দাবি করেন রক্ষণশীল প্রভাবশালী অ্যাশলে সেন্ট ক্লেয়ার। তার পরই প্রকাশ্যে এল জিলিসের এই ঘোষণা। যদিও মাস্ক এখনও প্রকাশ্যে ক্লেয়ারের দাবি স্বীকার করেননি। তবে সেন্ট ক্লেয়ার দাবি করেছেন যে তিনি মাস্কের সঙ্গে ২০২৪ সালের জানুয়ারিতে সেন্ট বার্থসে ভ্রমণের সময় অন্তঃসত্ত্বা হন। তিনি এক্স (পূর্ববর্তী ট্যুইটার)-এ লেখএন, ‘পাঁচ মাস আগে, আমি পৃথিবীতে একটি নতুন শিশুকে স্বাগত জানিয়েছিলাম। এলন মাস্ক হলেন শিশুর বাবা। আমাদের সন্তানের গোপনীয়তা এবং সুরক্ষা রক্ষার জন্য আমি আগে এটি প্রকাশ করিনি, তবে সাম্প্রতিক দিনগুলিতে, এটি স্পষ্ট হয়ে উঠেছে যে ট্যাবলয়েড মিডিয়া এটি করতে চায়, এটি যত ক্ষতিই করুক না কেন’।
advertisement
advertisement
আরও পড়ুন : ‘ঘরে মেয়ে বড় হচ্ছে…আমরা শর্টস পরে…’ এটাই ‘আলাদা’ থাকার কারণ! গোবিন্দার সঙ্গে তাঁর বিয়ে ভাঙা নিয়ে বিস্ফোরক স্ত্রী সুনীতা
তবে, মাস্ক প্রভাবশালীর পাঁচ বছরের একটি পোস্টের প্রতিক্রিয়া জানিয়েছিলেন, ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি তার “ফাঁদে” পড়েছেন, কেবল লিখেছিলেন, “ওহ”। সেন্ট ক্লেয়ার বলেছিলেন যে তিনি এই বিতর্কে চুপ থাকতে ইচ্ছুক কারণ এটি তাঁর নবজাতকের গোপনীয়তাও রক্ষা করবে – যতক্ষণ না একটি ট্যাবলয়েড, যার নাম তিনি অস্বীকার করেছিলেন, চারপাশে নজরদারি শুরু করে।
advertisement
বছরের পর বছর ধরে, এলন মাস্ক বিভিন্ন মহিলার সঙ্গে একাধিক সন্তানের পিতৃত্বের স্বাদ পেয়েছেন। যা জটিল সম্পর্কের দ্বারা পরিপূর্ণ একটি বিস্তৃত পারিবারিক শাখাপ্রশাখা তৈরি করেছে। তাঁর প্রথম সন্তানের নাম নেভাদা আলেকজান্ডার। ২০০২ সালে প্রাক্তন স্ত্রী জাস্টিন উইলসনের গর্ভে জন্ম নেভাদার। যদিও মাত্র ১০ সপ্তাহ বয়সে মর্মান্তিকভাবে তার মৃত্যু হয়। এর পর মাস্কের স্ত্রী তাঁকে আরও ৫ জন সন্তান উপহার দেন। যার মধ্যে যমজ ভিভিয়ান এবং গ্রিফিন ছাড়াও ট্রিপলেট ড্যামিয়ান, কাই এবং স্যাক্সন রয়েছে।
advertisement
Discussed with Elon and, in light of beautiful Arcadia’s birthday, we felt it was better to also just share directly about our wonderful and incredible son Seldon Lycurgus. Built like a juggernaut, with a solid heart of gold. Love him so much ♥️
— Shivon Zilis (@shivon) February 28, 2025
advertisement
মাস্কের মেয়ে ভিভিয়ান ২০২২ সালে রূপান্তরকামী হিসেবে শিরোনামে আসেন। পরবর্তীতে তিনি আইনত তাঁর নাম পরিবর্তন করেন এবং নামের পাশে মাস্কের উপাধি পরিচয়ও মুছে ফেলেন। তাঁর লিঙ্গ পরিচয়ের প্রতি মাস্কের প্রতিক্রিয়া জটিল বলে জানা গিয়েছে। এমনকি তাঁর শিক্ষার ভিত্তিতে তাঁকে বামপন্থী দৃষ্টিভঙ্গি ধারণ করার অভিযোগও এনেছেন এলন মাস্ক। ২০১৮ সালে, পপ তারকা গ্রিমসের সঙ্গে সম্পর্ক শুরু করেন মাস্ক। ২০২০ সালে তাঁদের পুত্র X Æ A-12 জন্মগ্রহণ করে। এর পর থেকে তাঁদের আরও দুই সন্তান ভূমিষ্ঠ হয়। ২০২১ সালে এক্সা ডার্ক সিডারেল এবং টেকনো মাচিনাসের জন্ম হয় ২০২৩ সালে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 01, 2025 12:31 PM IST