‘ভারতীয় বংশোদ্ভূত মামদানিকে নিয়ে ইলন মাস্কের কটাক্ষ, বর্ণবিদ্বেষের অভিযোগে উত্তাল নেটদুনিয়া

Last Updated:

ইলন মাস্কের জোহরান মামদানিকে নিয়ে কটাক্ষ নিউইয়র্ক মেয়র নির্বাচনে বিতর্ক উসকে দিয়েছে। মামদানি ভারতীয়-উগান্ডা বংশোদ্ভূত, ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার সদস্য।

News18
News18
মার্কিন রাজনীতিতে সাংস্কৃতিক সংবেদনশীলতা ও বর্ণবাদের বিতর্ক ফের মাথা তুলেছে টেসলা ও এক্স (পূর্বতন টুইটার)-এর মালিক ইলন মাস্কের মন্তব্য ঘিরে। ভারতীয় বংশোদ্ভূত নিউইয়র্কের মেয়র পদপ্রার্থী জোহরান মামদানিকে নিয়ে মাস্কের কটাক্ষ সামাজিক মাধ্যমে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
সম্প্রতি ২০২৫ সালের নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনকে কেন্দ্র করে এক অনলাইন আলোচনায় প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে সমর্থন জানাতে গিয়ে মাস্ক মামদানিকে ব্যঙ্গ করে বলেন, “মামদুমি অর হোয়াটেভার (Mumdumi or whatever)।”
advertisement
এই মন্তব্য ছড়িয়ে পড়তেই নেটমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। বহু ব্যবহারকারী মাস্ককে বর্ণবাদী এবং জাতিগত সংবেদনশীলতার অভাবে অভিযুক্ত করেন। কেউ লিখেছেন, “কারও নামের উচ্চারণ নিয়ে উপহাস করা সরাসরি বর্ণবাদ।” আবার কেউ মন্তব্য করেছেন, “যে ব্যক্তি বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সংস্থা পরিচালনা করেন, তাঁর কাছ থেকে এমন কটাক্ষ হতাশাজনক।”
advertisement
এই ঘটনাকে ঘিরে মার্কিন রাজনীতিতে পরিচয়, বর্ণ ও ধর্মের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সমালোচকদের দাবি, মাস্কের এই মন্তব্য আমেরিকান রাজনীতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব ও সম্মানের প্রশ্নে নতুন আঘাত।
advertisement
কে এই জোহরান মামদানি?
৩৩ বছর বয়সি জোহরান মামদানি একজন ভারতীয়-উগান্ডা বংশোদ্ভূত মার্কিন রাজনীতিক, যিনি নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে কুইন্স জেলার প্রতিনিধি। তিনি ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার সদস্য এবং সাশ্রয়ী আবাসন, অভিবাসী অধিকার ও জাতিগত ন্যায়বিচারের পক্ষে সরব প্রগতিশীল নেতা হিসেবে পরিচিত।
advertisement
রাজনীতির পাশাপাশি তিনি সৃজনশীল জগতের সঙ্গেও যুক্ত — একসময় র‍্যাপার ছিলেন। তাঁর মা বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং বাবা খ্যাতনামা রাজনীতি বিশারদ মাহমুদ মামদানি। নিউইয়র্ক মেয়র পদে তাঁর প্রার্থিতা মার্কিন রাজনীতিতে বৈচিত্র্যের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
‘ভারতীয় বংশোদ্ভূত মামদানিকে নিয়ে ইলন মাস্কের কটাক্ষ, বর্ণবিদ্বেষের অভিযোগে উত্তাল নেটদুনিয়া
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement