ওবামা-বিল গেটস-এলন মাস্ক সহ তাবড় ব্যক্তিদের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাকড!
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
বুধবার রাতে বারাক ওবামা, বিল গেটস, জেফ বেজসদের মতো প্রথম সারির ব্যক্তিত্বদের টুইটার হ্যান্ডেল থেকে একইরকম বিটকয়েন প্রতারণামূলক টুইট করে হ্যাকাররা৷
#স্যান ফ্র্যান্সিসকো: বিল গেটস, বারাক ওবামা, জো বাইডেন, এলন মাস্ক, ওয়ারেন বাফেট, জেফ বেজস, কিম কারদাশিয়ান-- কে নেই! বিশ্বের তাবড় ব্যক্তিত্ব৷ রাতারাতি এঁদের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলল হ্যাকাররা৷ প্রত্যেকের ট্যুইটার হ্যান্ডেল থেকেই ক্রিপ্টোকারেন্সির বিটকয়েন সম্পর্কিত স্ক্যাম ট্যুইট করা হয়েছে৷ ট্যুইটারের সিইও জ্যাক ডর্সি বললেন, 'ট্যুইটারের কাছে, আমাদের কাছে, এটি একটি কঠিন দিন৷'
Tough day for us at Twitter. We all feel terrible this happened. We’re diagnosing and will share everything we can when we have a more complete understanding of exactly what happened. to our teammates working hard to make this right.
— jack (@jack) July 16, 2020
advertisement
advertisement
বুধবার রাতে বারাক ওবামা, বিল গেটস, জেফ বেজসদের মতো প্রথম সারির ব্যক্তিত্বদের ট্যুইটার হ্যান্ডেল থেকে একইরকম বিটকয়েন প্রতারণামূলক ট্যুইট করে হ্যাকাররা৷ যাতে বলা হয়, 'আপনারা আমাকে অনেক কিছু দিয়েছেন। করোনা পরিস্থিতির কথা ভেবে আমিও আপনাদের কিছু ফেরত দিতে চাই। আগামী আধ ঘণ্টার মধ্যে আমার অ্যাকাউন্টে যদি কেউ ১ হাজার ডলার পাঠায়, তা হলে আমি তাঁকে ২ হাজার ডলার দেব। ৩০ মিনিট মাত্র সময় আছে৷' সূত্রের খবর, অনেকে বিশ্বাস করে সেই টাকা পাঠিয়েও দিয়েছেন৷
advertisement
তেসলা সিইও এলন মাস্ক ও মাইক্রোসফট-এর কর্ণধার বিল গেটসের অ্যাকাউন্ট থেকে ট্যুইট ডিলিট করা হয়৷ তারপর দ্বিতীয়বার ফের একই ট্যুইট৷ হ্যাকাররা প্রমাণ করে দেয়, তারা পৃথিবীর যে কোনও ব্যক্তির ট্যুইটার হ্যান্ডেল হ্যাক করতে পারে৷ এই ট্যুইটগুলির সঙ্গে একটি করে লিঙ্কও দেওয়া ছিল। সেলিব্রিটিদের ট্যুইটার অ্যাকাউন্ট থেকেও একইরকম ট্যুইট করা হয়। যা দেখে বিভ্রান্ত হয়ে যান তাঁদের ফলোয়াররা।
advertisement
ট্যুইটারে এই ধরনের বিটকয়েন স্ক্যাম হ্যাক সাধারণ বিষয়৷ এই ধরনের ঘটনা আগেও ঘটেছে৷ কিন্তু বিশ্বের তাবড় সেলেবদের ভেরিফায়েড ট্যুইটার হ্যান্ডেল হ্যাকড হল, এটাই ভাবাচ্ছে সংস্থাকে৷
ট্যুইটার সিইও ডর্সির কথায়, 'আমরা তদন্ত চালাচ্ছি৷ সব কিছু জানাবো৷ ঠিক কী হয়েছে, জানতে পারলেই আপনাদের বলব৷'
Location :
First Published :
July 16, 2020 11:16 AM IST