Hong Kong Fire: হংকংয়ে ভয়াবহ আগুনের গ্রাসে ৮টি আবাসিক বহুতল, মৃত ১৩! ভিতরে আটকে থাকতে পারেন কয়েকশো বাসিন্দা

Last Updated:

সবমিলিয়ে দমকলের ১২৮টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে৷ এ ছাডা়ও ৫৭টি অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে রয়েছে৷

হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড৷
হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড৷
হংকংয়ের একসঙ্গে ভয়াবহ আগুনের গ্রাসে সাতটি আবাসিক বহুতল৷ ইতিমধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে৷ উদ্ধার করা হয়েছে ৭০০ জন আবাসিককে৷
জানা গিয়েছে, ৯ জনকে মৃত অবস্থাতেই উদ্ধার করা হয়৷ আরও চার জনকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়৷ আহত হয়েছেন ১৫ জন৷
জানা গিয়েছে হংকংয়ের নিউ টেরিটরির তাই পো জেলার একটি আবাসন কমপ্লেক্সে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ ওই আবাসন কমপ্লেক্সে আটটি ব্লক রয়েছে৷ সেখানে প্রায় ২০০০ অ্যাপার্টমেন্টে ৪৮০০ বাসিন্দা থাকেন৷
advertisement
advertisement
সংস্কার কাজের জন্য ওই বহুতলগুলির চারপাশে বাঁশের মাচা তৈরি করা হয়েছিল৷ জাল দিয়ে ঘেরা হয়েছিল চারপাশ৷ বাঁশে আগুন ধরে যাওয়ায় আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে৷ অগ্নিকাণ্ডের যে ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা যাচ্ছে পাশাপাশি থাকা বহুতলগুলিতে পর পর আগুন ধরে যায়৷ আবাসনগুলির বহু ফ্ল্যাটের জানলা দিয়ে আগুনের শিখা বেরিয়ে আসতে দেখা গিয়েছে৷ ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে৷ আগুন নিয়ন্ত্রণের মরিয়া চেষ্টা করছে দমকল বাহিনী৷
advertisement
advertisement
এ দিন বিকেলের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা নজরে আসে৷ দ্রুত আগুন ছড়িয়ে পড়ে৷ সন্ধ্যের পরেও বহুতলগুলিকে ঘিরে আগুন জ্বলতে দেখা গিয়েছে৷ সবমিলিয়ে দমকলের ১২৮টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে৷ এ ছাডা়ও ৫৭টি অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে রয়েছে৷
মৃতদের মধ্যে একজন দমকলকর্মীও রয়েছেন৷ পুলিশও স্বীকার করে নিয়েছে, আবাসনগুলির ভিতরে এখনও বহু মানুষ আটকে রয়েছেন৷ যাঁরা আটকে রয়েছেন, তাঁদের মধ্যে অধিকাংশই প্রবীণ নাগরিক বলে খবর৷
advertisement
নিউ টেরিটরিজ এলাকাটি উত্তর হংকংয়ের একটি ছোট শহরাঞ্চল৷ চিনের শেনঝেন শহরের সঙ্গ সীমান্ত রয়েছে হংকংয়ের এই এলাকার৷শ
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Hong Kong Fire: হংকংয়ে ভয়াবহ আগুনের গ্রাসে ৮টি আবাসিক বহুতল, মৃত ১৩! ভিতরে আটকে থাকতে পারেন কয়েকশো বাসিন্দা
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement