Egypt: বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় বান্ধবীকে খুন, যুবকের ফাঁসি টিভিতে লাইভ দেখানোর আবেদন

Last Updated:

ফাঁসিপ্রাপ্ত যুবকের নাম মহম্মদ আদেল ৷ বয়স ২১ বছর ৷ বিশ্ববিদ্যালয়েতে তার সহপাঠী বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল আদেল ৷ সেই প্রস্তাবে সম্মতি না দেওয়ায় বান্ধবীকে খুন করে সে ৷

Photo: Twitter
Photo: Twitter
কায়রো: প্রেমে প্রত্যাখাত হয়ে বান্ধবীকে খুন ৷ আর তার জন্য সর্বোচ্চ মৃত্যুদণ্ডেরই শাস্তি হল যুবকের ৷ শুধু তাই নয়, এই মৃ্ত্যুদণ্ড টিভিতে লাইভ দেখানোর বিষয়েও ইচ্ছে প্রকাশ করেছে আদালত ৷ ঘটনাটি ঘটেছে মিশরে (Egypt) ৷
ফাঁসিপ্রাপ্ত যুবকের নাম মহম্মদ আদেল ৷ বয়স ২১ বছর ৷ বিশ্ববিদ্যালয়েতে তার সহপাঠী বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল আদেল ৷ সেই প্রস্তাবে সম্মতি না দেওয়ায় বান্ধবীকে খুন করে সে ৷ বিচারে আদেলের ফাঁসির আদেশই দিয়েছে মিশরের আদালত ৷
সংবাদসংস্থার খবর অনুযায়ী মিশরের মানসৌরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওই যুবক ৷ খুন হওয়া বান্ধবী নায়েরাও পড়তেন ওই একই বিশ্ববিদ্যালয়ে ৷ তবে বিয়ের প্রস্তাব সরাসরি নায়েরা যে নাকচ করে দেবেন, তা ভাবতেই পারেনি আদেল ৷ রাগের বশে খুনই করে বসে সে ৷ এবার আদালতের পক্ষ থেকে পার্লামেন্টে আবেদন জানিয়েছে, যাতে আদেলের মৃত্যুদণ্ড টেলিভিশনে লাইভ সম্প্রচার করানোর ব্যবস্থা করা হয়। লক্ষ্য, দেশের তরুণ প্রজন্মকে আগামী দিনে এই কাজ থেকে বিরত রাখা।
advertisement
advertisement
যদিও এর থেকে বাঁচার কী উপায়, তা নিয়ে ইতিমধ্যেই ভাবতে শুরু করেছেন আদেলের আইনজীবী ৷ এখনও হাতে দু’মাসের মতো সময় রয়েছে ৷ আদালতের এই রায়কে উচ্চ আদালতে চ্যালেঞ্জ জানানোর কথা ভাবছেন তিনি ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Egypt: বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় বান্ধবীকে খুন, যুবকের ফাঁসি টিভিতে লাইভ দেখানোর আবেদন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement