পিরামিডের উপর নগ্ন হয়ে ভিডিও করতে করতে সঙ্গম করলেন দম্পতি, তদন্তের নির্দেশ

Last Updated:

মিশরে পিরামিডের উপর ওঠা আইনত দণ্ডনীয় অপরাধ। তার উপর আবার নগ্ন হয়ে ভিডিও।

ছবি: ইউটিউবের সৌজন্যে ৷
ছবি: ইউটিউবের সৌজন্যে ৷
#কায়রো: অবাক কাণ্ড ঘটালেন এক দম্পতি! মিশরের পিরামিডের উপরে উঠে নগ্ন হয়ে সঙ্গমের সময় ভিডিও তুললেন তাঁরা ৷ সেই ভিডিও প্রকাশ করা হয় ইউটিউবে ৷ সেটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ৷ শনিবার ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হয় ৷ প্রবল সমালোচনার মুখে পড়েন ওই দম্পতি ৷ ভিডিয়ো ও ছবি প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসে মিশর প্রশাসন। কী ভাবে ওই দু’জন পিরামিডের উপর উঠলেন এবং নগ্ন অবস্থায় ছবি ও ভিডিয়ো শুট করলেন তা নিয়ে তদন্ত শুরু করেছে তারা।
advertisement
জানা গিয়েছে, ওই দম্পতি মিশরের গাজায় অবস্থিত খুফু পিরামিডের উপরে উঠেছিলেন ৷ সেখানে প্রথমে ছবি ও ভিডিও তোলা শুরু করেন। তারপর হঠাৎ করেই ওই দম্পতি জামা-কাপড় খুলে নগ্ন হয়ে ভিডিও তোলা শুরু করেন। মোট তিন মিনিটের এই ভিডিও শনিবার ইউটিউবে প্রকাশ হয়।
মিশরে পিরামিডের উপর ওঠা আইনত দণ্ডনীয় অপরাধ। তার উপর আবার নগ্ন হয়ে ভিডিও। সব মিলিয়ে এই ভিডিও-র পর পিরামিডের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে ৷
advertisement
গত বুধবার ইউটিউবে এই ভিডিও প্রকাশ করেন বিখ্যাত ড্যানিশ ফটোগ্রাফার আন্দ্রিয়েজ হিভিড। তবে ভিডিওটির সত্যতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে ৷ যতদূর মনে হচ্ছে ঘটনাটি ভুয়ো ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
পিরামিডের উপর নগ্ন হয়ে ভিডিও করতে করতে সঙ্গম করলেন দম্পতি, তদন্তের নির্দেশ
Next Article
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE