Earthquake Tsunami Alert: গভীর সমুদ্রে ভয়ানক ভূমিকম্প! জারি সুনামি সতর্কতা, অ্যালার্ট জারি একাধিক দেশে
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Earthquake Tsunami Alert: প্রবল ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতাও জারি করা হয়েছে
ক্যালেডোনিয়া: প্রশান্ত মহাসাগরে প্রবল ভূমিকম্প। এদিন ৭.৭ মাত্রার কম্পণ অনুভূত হয়েছে প্রশান্ত মহাসাগরে। প্রবল ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতাও জারি করা হয়েছে। ব্রিটেনের নিউ ক্যালেডোনিয়া, ফিজি এবং ভানুয়াতু অঞ্চলের জন্য এই সতর্কতা জারি করা হয়েছে।
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে অনুসারে, এই ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার অভ্যন্তরে হয়েছে। এই শক্তিশালী ভূমিকম্পের কয়েক ঘণ্টা আগে বুধবার গভীর রাতে মধ্য আমেরিকার গুয়াতেমালাতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৬.৪। মার্কিন ভূকম্পণ গবেষণা সংস্থা অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ক্যানিলার কাছে এবং ভূগর্ভ থেকে ১৫৮ মাইল গভীরে।
advertisement
advertisement
ক্যানিলা গুয়াতেমালা সিটি থেকে প্রায় ১২০ মাইল উত্তরে অবস্থিত। তবে এই ভূমিকম্প অনুভূত হলেও, ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। চলতি বছরের গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ব্যাপক ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দক্ষিণ তুরস্কের গাজিয়ানটেপ এলাকা। তারপরে একের পর এক আফটারশকে কেঁপে ওঠে এলাকা। সেই ভূমিকম্পে মৃত্যু হয়েছে ৪০ হাজারের বেশি মানুষের। প্রচুর মানুষ আহত হয়েছেন সেই ভূমিকম্পে।
advertisement
মাসখানেক আগেই ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। সুমাত্রা দ্বীপের পশ্চিমে ৭.৩ মাত্রার ভূমিকম্প হয়। বড় মাত্রার এই ভূমিকম্পের জেরে সতর্কতা জারি করা হয়। ভূমিকম্পের পরেও একাধিক আফটারশকে কেঁপে উঠছে ইন্দোনেশিয়ার একাধিক এলাকা। ভয়ে অনেকে বাড়ির বাইরে চলে আসছেন। যদিও পরে সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়েছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2023 1:15 PM IST