হোম /খবর /বিদেশ /
এক ঘণ্টা অন্ধকারে ডুবে থাকল গোটা পৃথিবী! সন্ধে সাড়ে আটটায় হঠাৎ নিভল আলো

এক ঘণ্টা অন্ধকারে ডুবে থাকল গোটা পৃথিবী! সন্ধে সাড়ে আটটায় হঠাৎ নিভল আলো

Earth Hour 2023: রাত সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত বিশ্বের ১৯০টি দেশে হঠাৎ নেমে এল অন্ধকার!

  • Share this:

নয়াদিল্লি: প্রতি বছর ২৫ মার্চ আর্থ আওয়ার ডে হিসেবে পালিত হয়। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার দ্বারা প্রতি বছর মার্চ মাসের শেষ শনিবার আর্থ আওয়ার পালিত হয়।

বিশ্বে প্রকৃতি ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যে প্রতি বছর এই দিন পালিত হয়।  আর্থ আওয়ার হল ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার দ্বারা বিশ্বব্যাপী উদযাপন করা একটি বার্ষিক অনুষ্ঠান। এর আওতায় সারা বিশ্বের মানুষ এক ঘণ্টার জন্য বিদ্যুৎ ব্যবহার বন্ধ করে দেয়।

প্রতি বছর কোটি কোটি মানুষ এই কর্মসূচির অংশ হয়ে ওঠেন। অনুষ্ঠান শুরু হয় রাত সাড়ে ৮টায়। রাত ৮.৩০ থেকে ৯.৩০ পর্যন্ত এক ঘণ্টা এদিন সারা বিশ্বের ১৯০টি দেশের বহু জায়গায় আলো নিভল।

আরও পড়ুন- আজ পৃথিবীর খুব কাছে 'ভয়ঙ্কর বিপদ', ধ্বংস হয়ে যেতে পারে গোটা একটা শহর!

WWF সংস্থার উদ্দেশ্য হল প্রকৃতির ক্ষতি বন্ধ করা এবং মানবজাতির ভবিষ্যতের উন্নতি করা। আর্থ আওয়ারের মাধ্যমে সারা বিশ্বের মানুষকে প্রতিদিন প্রকৃতির ক্ষতি সম্পর্কে সচেতন করা হয় এবং এটি বন্ধ করার জন্য উদ্বুদ্ধ করা হয়।

প্রতি বছর এই দিনে এক ঘণ্টার জন্য আলো নিভিয়ে রাখলে মানুষের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে। গত বছর দিল্লির মানুষ মাত্র এক ঘণ্টার জন্য লাইট বন্ধ করে ১৭১ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করেছিল।

আর্থ আওয়ার প্রথমবার পালিত হয়েছিল ৩১ মার্চ, ২০০৭-এ অস্ট্রেলিয়ার সিডনিতে। ধীরে ধীরে অন্যান্য দেশও এই অভিযানে সহযোগিতা করে। এটি বিশ্বের একটি বড় অভিযানে পরিণত হয়।

আরও পড়ুন- আমরা যতই বলি 'দুবাই', এর উচ্চারণ কিন্তু একেবারে আলাদা! উত্তর দিতে বেশিরভাগই ফেল

প্রতি বছর মার্চ মাসের শেষ শনিবার সারা বিশ্বে এক ঘণ্টার জন্য আর্থ আওয়ার পালিত হয়। ওই সময় অনেকেই সমস্ত বৈদ্যুতিক জিনিস বন্ধ করে রাখেন।

Published by:Suman Majumder
First published:

Tags: Earth, Load Shedding