কোভিড শেষে ফের উৎসবে মাতলেন Ohio-র প্রবাসীরা! দুর্গাপুজোয় মঞ্চ মাতালেন ইমন! রইল ভিডিও...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Durga Puja 2022: ১৯৮৮ সালে ওহাইহোতে একদল বাঙালির হাত ধরে গড়ে উঠেছিল প্রবাসী বাঙালিদের সংগঠন, সেন্ট্রাল ওহাইহো বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন।
#ওহাইহো: ১৯৮৮ সালে ওহাইহোতে একদল বাঙালির হাত ধরে গড়ে উঠেছিল প্রবাসী বাঙালিদের সংগঠন, সেন্ট্রাল ওহাইহো বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন। গত ৩৪ বছর ধরে দুর্গাপুজোর আয়োজন করে চলেছে এই সংগঠন। প্রতি বছর দুর্গোৎসবকে কেন্দ্র করে দুই বাংলার বাঙালি যেন উৎসবের আমেজে ভেসে যান এই শহরে। দেশের মাটি থেকে দূরে থাকার মন কেমন ভুলিয়ে দেয় সপ্তাহশেষের এই আয়োজন। দূর্গা পুজোকে কেন্দ্র করেই নাচে, গানে, আনন্দ, উৎসবে মেতে ওঠেন প্রবাসী বাঙালিরা।
গত প্রায় তিন দশক যাবৎ দুর্গাপুজোর আয়োজন করা হলেও কোভিড অতিমারীর জেরে উৎসব আনন্দের রং খানিকটা ফিকে ছিল গত দু'বছর। ভারতীয় হিন্দু মন্দিরে ছোট করে অনুষ্ঠিত হয়েছিল পুজো। অত্যন্ত সতর্কতার সঙ্গে যাবতীয় কোভিড-বিধি মেনে হয়েছিল নিয়ম পালন। তবে এই বছরে ফের স্বমহিমায় ফিরেছে সেন্ট্রাল ওহাইহো বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো। এবার পুজোর আয়োজন করা হয়েছিল নর্থল্যান্ড হাইস্কুল ভাড়া করে।
advertisement
কোভিড শেষে ফের উৎসবে মাতলেন প্রবাসীরা! দুর্গাপুজোয় সেন্ট্রাল ওহাইহো বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন! #Durgapuja2022 #Ohio #CentralOhioBengaliCulturalAssociation pic.twitter.com/oDg0MvoZPN
— News18Bangla (@News18Bengali) October 17, 2022
advertisement
আড়াই দিনের সপ্তাহশেষের এই পুজোয় এই বছর অন্যতম আকর্ষণ ছিল শিল্পী ইমন চক্রবর্তীর গানের অনুষ্ঠান। অক্টবরের ৭, ৮ ও ৯, এই তিনদিন ছিল দুর্গাপুজোর অনুষ্ঠান। একদিকে যেমন নিষ্ঠাভরে চলেছে পুজোর আয়োজন, অঞ্জলি, ভোগ খাওয়া আর প্রতিমা দর্শন, অন্যদিকে প্রতিদিনই ছিল নানা ধরণের সাংস্কৃতিক উৎসব ও প্রতিযোগিতা।
advertisement
প্রবাসে মঞ্চ মাতালেন ইমন! দুর্গাপুজোয় কলকাতার মেজাজে ওহাইহোর বাঙালিরা...#Durgapuja2022 #Ohio #CentralOhioBengaliCulturalAssociation#ImanChakraborty pic.twitter.com/DGpIg31LPH
— News18Bangla (@News18Bengali) October 17, 2022
আশেপাশের এলাকা থেকেও বাঙালিরা এসে যোগ দিয়েছিলেন এই দুর্গোৎসবে। ঢাকের বোল, মন্ত্রোচ্চারণ, আর বাংলা, নাচ, গান, নাটক, আড্ডায় এই দু'দিন যেন কলকাতার মেজাজেই ছিলেন ওহাইহোর বাঙালিরা। প্রথমদিনের অনুষ্ঠানে আলাদা আকর্ষণ ছিলেন কলকাতা থেকে আসা সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। গানের সুরে কোমর দোলালেন আট থেকে আশি, প্রায় সকলেই। পুজোয় প্রায় সাড়ে পাঁচশো দর্শনার্থীর ভিড় হয়েছিল প্রথমদিনেই।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 17, 2022 5:35 PM IST