কোভিড কাটিয়ে পুজোয় মাতছেন প্রবাসী বাঙালিরা, কানাডার পুজোও এবার জমজমাট

Last Updated:

কোভিড কাটিয়ে পুজোয় মাতছেন প্রবাসী বাঙালিরাও। 

টরন্টো: মার্চ ২০২২ কমনওয়েলথ অফ কানাডা সুখবর দিল ৷ আমরা কোভিড কাটিয়ে উঠলাম ৷ বাঙালির আনন্দ বলে কথা ৷ সঙ্গে সঙ্গে আড্ডা বসে গেল ৷ যাক বাবা এবার তাহলে আবার আগের মতো দুর্গাপুজো হবে ৷ ভয় ভয় ৪ জন লোক নিয়ে সোশ্যাল ডিসট্যান্স মেনে নয় ৷ সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হবে এবারের পুজো ৷ আনন্দে নেচে উঠছে সবাই। কিন্তু একটাই সমস্যা ৷
কী ? কী ? সবাই বলে উঠল কোথায় হবে ? শিগগিরই, সেন্ট ভলোদিমির সেন্টার বুক করতে, না বলবে না তো ?  যাওয়া হল, মেম সাহেব একগাল হেসে বললেন, হ্যাঁ লং উইকেন্ডে খালি আছে ৷ বুক করা হল ৷ জুলাই ২০২২ স্কুলে গরমের ছুটি পড়েছে। খোলা হল আমাদের মা দুর্গার মূর্তি ৷  বিখ্যাত শিল্পী শুভমিতা দিন্দার তৈরি একমেবাদ্বিতীয়ম নর্থ আমেরিকার দুর্গা প্রতিমা। এই মূর্তির আদলে পরবর্তী কালে অনেক মা দুর্গার মূর্তি তৈরি করা হয়েছে। এইবার শুরু হল স্পনসরদের সাথে কথা বলা। সবাই রেডি। খাওয়া দাওয়া ছাড়া কি পুজো হয়? তাহলে চলো ভোগ ও প্রসাদের মেনু তৈরি করা যাক ৷ খিচুড়ি, পাঁপড়, চাটনি, মিষ্টি। ঠাকুরের প্রসাদ পোলাও, ফুলকপির তরকারি, ৫ ভাজা, চাটনি, পায়েস সব কিছু তো হল, কিন্তু গান বাজনা চাইই চাই। যোগাযোগ করা হল কলকাতায়। তারা বললেন যেতে তো সবাই চায় কিন্তু ভিসা?
advertisement
advertisement
ভিসা অত্যন্ত ঝক্কির। কে দেবে? ভিসা আছে এমন কেউ আছেন? পাওয়া গেছে পাওয়া গেছে! ভিসা আছে এমন একজন পাওয়া গেছে। আন তাহলে। তিনি আবার আসতে পারবেন না। তার আরেক জায়গায় প্রোগ্রাম আছে। তবে? আবার খোজা শুরু হল। সব কর্মকর্তাদের মাথায় হাত! কী করা যায়? এমন সময় খোঁজ এল একজন গায়িকার যিনি শুধু অপূর্ব গায়িকা নন, একজন নামকরা পারফর্মারও বটে। তিনি রাজি হওয়াতে সবাই খুশি।
advertisement
উৎসাহী বড়রা আর বাচ্চারা শুরু করে দিল তাদের রিহার্সাল। কালচারাল প্রোগ্রাম বলে কথা। আর হাজার হাজার লোকের সামনে পারফর্ম করা কি চাট্টি খানি কথা ? সন্ধি পুজোর ১০৮ পদ্মফুলের বরাত ও দেওয়া হল ৷ গাঁদা ফুলের অর্ডার গেল দোকানে ৷ মালা বানাতে হবে না? সবার মনে বড় আনন্দ। এত আনন্দ আর কিছুতেই নেই।  পুজো বোধহয় এইবার জমে গেল সুদূর কানাডায়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
কোভিড কাটিয়ে পুজোয় মাতছেন প্রবাসী বাঙালিরা, কানাডার পুজোও এবার জমজমাট
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement