India-Dubai flights: যাত্রীদের জন্য স্বস্তির খবর, ভারত-দুবাই বিমান পরিষেবা পুনরায় চালু করছে এমিরেটস !

Last Updated:

আগামী ২৩ জুন থেকে ভারতের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়া থেকেও বিমান চলাচল ফের শুরু করছে এমিরেটস (Emirates) ৷

দুবাই: করোনার দ্বিতীয় ঢেউয়ে জর্জরিত ভারত থেকে দুবাইগামী সমস্ত বিমান পরিষেবা সম্প্রতি বন্ধ করে দিয়েছিল আমিরশাহীর বিমানসংস্থাগুলি ৷ করোনায় আক্রান্তের সংখ্যা ভারতে আগের তুলনায় এখন অনেকাংশেই কমায় ফের ভারত থেকে বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর বিমানসংস্থা এমিরেটস (Emirates) ৷
আগামী ২৩ জুন থেকে ভারতের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়া থেকেও বিমান চলাচল ফের শুরু করছে বিশ্বের অন্যতম সেরা এই বিমানসংস্থা ৷ এমিরেটসের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয় সরকারের পক্ষ থেকে বেশ কিছু বিধিনিষেধ-সহ ভারত, দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়াতে পুনরায় বিমান পরিষেবা চালু করার সবুজ সঙ্কেত মিলেছে ৷ যে সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এমিরেটস ৷
advertisement
গাল্ফ নিউজে প্রকাশিত খবর অনুযায়ী, ভারত থেকে শুধুমাত্র সেই সমস্ত যাত্রীরাই দুবাই যেতে পারবেন, যাঁদের সংযুক্ত আরব আমিরশাহীর দ্বারা মনোনিত কোভিড ভ্যাকসিনের দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছে ৷ এবং যাদের কাছে আমিরশাহীতে থাকার বৈধ রেসিডেন্স ভিসা রয়েছে ৷ পাশাপাশি বিমানে চড়ার সময় যাত্রীদের কোভিড আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখাত হবে ৷ যা ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট হতে হবে ৷ এই কাগজপত্রগুলি না থাকলে কোনও যাত্রীকেই দুবাইগামী বিমানে চড়ার অনুমতি দেওয়া হবে না ৷ এর আগে ৬ জুলাই, ২০২১ পর্যন্ত ভারতে বিমান চলাচল বন্ধ রাখার কথা ঘোষণা করেছিল এমিরেটস ৷ কিন্তু ডিপ্লোম্যাটস, আমিরশাহীর নাগরিক এবং ইউএই গোল্ডেন ভিসা যাঁদের কাছে রয়েছে, সেই সব যাত্রীদের জন্যই বিমান পরিষেবা ভারতে পুনরায় চালু করছে এমিরেটস ৷ এমনটাই জানানো হয়েছে বিমানসংস্থার তরফে ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিদেশ/
India-Dubai flights: যাত্রীদের জন্য স্বস্তির খবর, ভারত-দুবাই বিমান পরিষেবা পুনরায় চালু করছে এমিরেটস !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement