Dubai princess divorce: সঙ্গিনীদের নিয়ে পরকীয়ায় মত্ত স্বামী! ইনস্টাগ্রামেই বিচ্ছেদ ঘোষণা দুবাইয়ের রাজকুমারীর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
শেখ মাহরা দুবাইয়ের শাসক শেখ মহম্মদ বিন রশিদ আল মখতৌমের কন্যা৷ তিনি সংযুক্ত আরব আমিরশাহির ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর পদেও রয়েছেন৷
দুবাই:তিনি দুবাইয়ের রাজকুমারী৷ অথচ তাঁর স্বামীও কি না পরকীয়ায় মত্ত! এই অভিযোগ করেই সরাসরি ইনস্টাগ্রামে পোস্ট করে স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করলেন দুবাইয়ের রাজকুমারী শেইখা মাহারা বিনত মহম্মদ বিন রশিদ আল মখতৌম৷
ইনস্টাগ্রামে দুবাইয়ের রাজকুমারী তাঁর স্বামীর উদ্দেশ্যে লেখেন, প্রিয় স্বামী, তুমি যেহেতু অন্যান্য সঙ্গিনীদের নিয়ে ব্যস্ত, আমি এখানেই তোমার সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘোষণা করছি৷ আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি৷ আমি তোমায় ডিভোর্স দিচ্ছি, ডিভোর্স দিচ্ছি এবং ডিভোর্স দিচ্ছি৷ ভাল থেকো৷ ইতি তোমার প্রাক্তন স্ত্রী৷
শেখ মাহরা দুবাইয়ের শাসক শেখ মহম্মদ বিন রশিদ আল মখতৌমের কন্যা৷ তিনি সংযুক্ত আরব আমিরশাহির ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর পদেও রয়েছেন৷
advertisement
advertisement
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই পরস্পরকে ইনস্টাগ্রামে ফলো করা বন্ধ করে দিয়েছিলেন দুবাইয়ের রাজকুমারী এবং তাঁর স্বামী৷ নিজেদের প্রোফাইল থেকে তাঁদের একসঙ্গে এবং পরস্পরের ছবিও সরিয়ে দেন দু জনে৷
এক বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শেইখা মাহরা এবং শেখ মানা৷ ইসলাম ধর্ম মতেই গত বছর মে মাসে বিয়ে করেছিলেন তাঁরা৷ গত বছর জুন মাসে তাঁদের বিয়ে উপলক্ষে রাজকীয় রিসেপশন পার্টিরও আয়োজন করা হয়৷
advertisement
ওই দম্পতির একটি কন্যাসন্তানও রয়েছে৷ গত মে মাসেই ওই শিশুকন্যার জন্ম হয়৷ নিজের মায়ের নামেই ওই শিশুকন্যার নাম রাখা হয় মাহরা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 17, 2024 9:13 PM IST