Suvendu Adhikari: 'সবকা সাথ, সবকা বিকাশেই' আস্থা! বিতর্কিত মন্তব্যে দেশজুড়ে শোরগোল, ব্যাখ্যা শুভেন্দুর

Last Updated:

তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরেই নতুন করে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন শুভেন্দু অধিকারী৷

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
কলকাতা: দলের সংখ্যালঘু মোর্চা নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে দলের মধ্যেই তীব্র বিতর্ক শুরু হওয়ার পর নতুন করে ব্যাখ্যা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ বিরোধী দলনেতা এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্লোগান সবকা সাথ, সবকা বিশ্বাসের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তাঁর৷ সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর বিভাজনেও বিজেপি বিশ্বাস করে না বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী৷
এ দিন রাজ্য বিজেপির বর্ধিত প্রদেশ কার্যকারিণী বৈঠকে শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, আমিও রাষ্ট্রবাদী মুসলিমের কথা বলেছিলাম৷ আপনারাও বলেছিলেন, কিন্তু, আর বলব না৷ বলব, ‘জো হামারে সাথ, হাম উনকে সাথ’৷ ‘সবকা সাথ, সবকা বিকাশ’ বন্ধ করো। সংখ্যালঘু মোর্চার কোনও দরকার নেই।’
advertisement
advertisement
শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে বিজেপির অন্দরেই ঝড় ওঠে৷ কারণ সবকা সাথ, সবকা বিকাশের স্লোগান শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শুভেন্দু সেই মন্তব্যকেই কার্যত বর্জন করার ডাক দেন৷ বিষয়টি নিয়ে রাজ্য বিজেপি তো বটেই, সর্বভারতীয় স্তরেও শোরগোল শুরু হয়৷ রাজ্য বিজেপির নেতারাও শুভেন্দু ব্যক্তিগত মন্তব্য বলে দায় এড়ান৷
advertisement
তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরেই নতুন করে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন শুভেন্দু অধিকারী৷ পরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, পশ্চিমবঙ্গের রাজনীতির পরিপ্রেক্ষিতেই তিনি ওই মন্তব্য করেছিলেন৷
এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু অধিকারী আরও লেখেন, ‘আমার মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে৷ আমি পরিষ্কার ভাবে বলেছি, যাঁরা রাষ্ট্রবাদী, দেশ এবং বাংলার পক্ষে, আমরা তাঁদের পক্ষেই থাকব৷ যাঁরা দেশ এবং বাংলা বিরোধী কাজ করে, আমাদের সঙ্গে নেই, তাদের মুখোশ আমরা খুলে দেব৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আমরা মানুষকে সংখ্যাগুরু অথবা সংখ্যালঘু নয়, ভারতীয় হিসেবে দেখি৷ প্রধানমন্ত্রীর সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের যে স্লোগান প্রধানমন্ত্রী দিয়েছেন, তার প্রতিটি শব্দ এবং উদ্দেশ্যের উপরে আমার পূর্ণ আস্থা রয়েছে৷’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: 'সবকা সাথ, সবকা বিকাশেই' আস্থা! বিতর্কিত মন্তব্যে দেশজুড়ে শোরগোল, ব্যাখ্যা শুভেন্দুর
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement