Suvendu Adhikari: 'সবকা সাথ, সবকা বিকাশেই' আস্থা! বিতর্কিত মন্তব্যে দেশজুড়ে শোরগোল, ব্যাখ্যা শুভেন্দুর

Last Updated:

তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরেই নতুন করে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন শুভেন্দু অধিকারী৷

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
কলকাতা: দলের সংখ্যালঘু মোর্চা নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে দলের মধ্যেই তীব্র বিতর্ক শুরু হওয়ার পর নতুন করে ব্যাখ্যা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ বিরোধী দলনেতা এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্লোগান সবকা সাথ, সবকা বিশ্বাসের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তাঁর৷ সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর বিভাজনেও বিজেপি বিশ্বাস করে না বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী৷
এ দিন রাজ্য বিজেপির বর্ধিত প্রদেশ কার্যকারিণী বৈঠকে শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, আমিও রাষ্ট্রবাদী মুসলিমের কথা বলেছিলাম৷ আপনারাও বলেছিলেন, কিন্তু, আর বলব না৷ বলব, ‘জো হামারে সাথ, হাম উনকে সাথ’৷ ‘সবকা সাথ, সবকা বিকাশ’ বন্ধ করো। সংখ্যালঘু মোর্চার কোনও দরকার নেই।’
advertisement
advertisement
শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে বিজেপির অন্দরেই ঝড় ওঠে৷ কারণ সবকা সাথ, সবকা বিকাশের স্লোগান শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শুভেন্দু সেই মন্তব্যকেই কার্যত বর্জন করার ডাক দেন৷ বিষয়টি নিয়ে রাজ্য বিজেপি তো বটেই, সর্বভারতীয় স্তরেও শোরগোল শুরু হয়৷ রাজ্য বিজেপির নেতারাও শুভেন্দু ব্যক্তিগত মন্তব্য বলে দায় এড়ান৷
advertisement
তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরেই নতুন করে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন শুভেন্দু অধিকারী৷ পরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, পশ্চিমবঙ্গের রাজনীতির পরিপ্রেক্ষিতেই তিনি ওই মন্তব্য করেছিলেন৷
এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু অধিকারী আরও লেখেন, ‘আমার মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে৷ আমি পরিষ্কার ভাবে বলেছি, যাঁরা রাষ্ট্রবাদী, দেশ এবং বাংলার পক্ষে, আমরা তাঁদের পক্ষেই থাকব৷ যাঁরা দেশ এবং বাংলা বিরোধী কাজ করে, আমাদের সঙ্গে নেই, তাদের মুখোশ আমরা খুলে দেব৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আমরা মানুষকে সংখ্যাগুরু অথবা সংখ্যালঘু নয়, ভারতীয় হিসেবে দেখি৷ প্রধানমন্ত্রীর সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের যে স্লোগান প্রধানমন্ত্রী দিয়েছেন, তার প্রতিটি শব্দ এবং উদ্দেশ্যের উপরে আমার পূর্ণ আস্থা রয়েছে৷’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: 'সবকা সাথ, সবকা বিকাশেই' আস্থা! বিতর্কিত মন্তব্যে দেশজুড়ে শোরগোল, ব্যাখ্যা শুভেন্দুর
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement