Dubai Cab Driver Attacked Video: গাড়িতে উঠেই শরীরে হাত, চালককে কুপ্রস্তাব! দুবাইয়ের ক্যাবে হাড় হিম করা কাণ্ড, দেখুন ভিডিও

Last Updated:

আতঙ্কিত ওই গাড়ি চালক এর পর প্রাণে বাঁচতে চলন্ত গাড়ির দরজা খুলে ঝাঁপ দেন৷ রাস্তার উপরে পড়ে ছিটকে যান তিনি৷

গাড়িতে উঠেই চালককে পিছন থেকে জড়িয়ে ধরেন যাত্রী৷
গাড়িতে উঠেই চালককে পিছন থেকে জড়িয়ে ধরেন যাত্রী৷
অ্যাপ ক্যাবে উঠে পুরুষ যাত্রীকে প্রথমে কুপ্রস্তাব৷ বাধা দেওয়ায় গাড়ির চালকের গলা টিপে হত্যার চেষ্টা৷ হাড় হিম করা এমনই ঘটনা ঘটেছে দুবাইয়ে৷ শেষ মুহূর্তে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন কেনিয়ার নাগরিক ওই গাড়ি চালক৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করা হয়েছে৷
ভয় ধরানো এই ঘটনা ধরা পড়েছে গাড়ির ড্যাশক্যামে৷ আহত ওই গাড়ি চালকের নাম ব্রায়ান কিপলিমো৷ মাস দুয়েক আগেই বেশি উপার্জনের খোঁজে মধ্যপ্রাচ্যে এসেছেন তিনি৷ জানা গিয়েছে, গত ৮ নভেম্বর ভোর ৫.৫৮ মিনিট নাগাদ ওই যাত্রীর বুকিং পান ব্রায়ান৷ গাড়িতে উঠে প্রথমে পিছনের আসনেই বসেছিলেন ওই যাত্রী৷ কিছুক্ষণ পর আচমকাই চালকের পাশের আসনে এসে বসেন তিনি৷
advertisement
অভিযোগ প্রথমে ওই গাড়ি চালকের বুকে আপত্তিকর ভাবে হাত দিয়ে ঘষতে শুরু করেন ওই যাত্রী৷ সঙ্গে সঙ্গেই তাঁকে বাধা দেন ওই গাড়ি চালক৷ বাধা পেয়েই ওই গাড়ি চালকের উপরে জোর করতে শুরু করেন ওই যাত্রী৷ চলে আসেন চালকের পাশের আসনে৷
advertisement
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বাধা পেয়েও জোর করে ওই গাড়ি চালকের শরীর স্পর্শ করে যৌন ইঙ্গিত করতে থাকেন ওই গাড়ি চালক৷ এর পরেও ওই গাড়ি চালক বাধা দেওয়ায় হাত দিয়ে তাঁর গলা পেঁচিয়ে ধরে গাড়ি চালক যুবকের শ্বাসরোধ করার চেষ্টা করেন ওই যাত্রী৷ আতঙ্কিত গাড়ি চালক সাহায্যের জন্য চিৎকার করলেও তাঁকে প্রাণে মারার হুমকি দিতে থাকেন ওই যাত্রী৷ ওই যাত্রীকে বলতে শোনা যায়, তুমি কি প্রাণে মরতে চাও?
advertisement
advertisement
আতঙ্কিত ওই গাড়ি চালক এর পর প্রাণে বাঁচতে চলন্ত গাড়ির দরজা খুলে ঝাঁপ দেন৷ রাস্তার উপরে পড়ে ছিটকে যান তিনি৷ এর পরেই অভিযুক্ত যাত্রী চালকের আসনে বসে গাড়িটি চালিয়ে নিয়ে চলে যান৷ আহত ওই চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়৷ আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি৷
এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে৷ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতেও সরব হয়েছেন অনেকেই৷ এই ঘটনার প্রতিবাদ করে আফ্রিকা মহাদেশের দেশগুলি যাতে কড়া বিবৃতি দেয়, সেই দাবিও উঠেছে৷
advertisement
প্রতিবাদের ঝড় উঠলেও এই ঘটনার পর বিপদে পড়েছেন আক্রান্ত গাড়ি চালক এবং তাঁর পরিবারের সদস্যরা৷ কারণ একদিকে কিপলিমোর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ, তার উপরে কীভাবে ওই যুবক দুবাইয়ে এই ঘটনার বিচার চেয়ে মামলা লড়বেন, তা নিয়েও চিন্তায় পড়েছেন তাঁরা৷
এমন কি, যে সংস্থার গাড়ি কিপলিমো চালাচ্ছিলেন, তাঁর পরিবার সেই সংস্থায় অভিযোগ জানানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি৷ বরং তাঁর নিয়োগকারী সংস্থা সমস্ত কাগজপত্র, পাসপোর্ট আটকে রাখায় দুবাই ছেড়ে বেরোতে পারছেন না কিপলিমো৷ দুবাইয়ের স্থানীয় কর্তৃপক্ষকে অভিযোগ জানালেও তাঁদের কোনও জবাব দেওয়া হয়নি বলেই অভিযোগ করেছে কিপলিমোর পরিবার৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Dubai Cab Driver Attacked Video: গাড়িতে উঠেই শরীরে হাত, চালককে কুপ্রস্তাব! দুবাইয়ের ক্যাবে হাড় হিম করা কাণ্ড, দেখুন ভিডিও
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement