• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • ভূমিকম্প ও সুনামির জোড়াফলায় বিদ্ধ ইন্দোনেশিয়া, মৃত কমপক্ষে ৪০০

ভূমিকম্প ও সুনামির জোড়াফলায় বিদ্ধ ইন্দোনেশিয়া, মৃত কমপক্ষে ৪০০

ধ্বংসস্তুপে পরিণত ইন্দোনেশিয়ায় ৷ ছবি সৌজন্যে AP.

ধ্বংসস্তুপে পরিণত ইন্দোনেশিয়ায় ৷ ছবি সৌজন্যে AP.

শুক্রবার ইন্দনেশিয়ার সুলাবেসি দীপ প্রথমে কেঁপে উঠেছিল ভয়াবহ ভূমিকম্পে তারপর সব কিছু তছনছ হয়ে গিয়েছিল বিধ্বংসী সুনামিতে

 • Share this:

  #জাকার্তা: শুক্রবার ইন্দনেশিয়ার সুলাবেসি দীপ প্রথমে কেঁপে উঠেছিল ভয়াবহ ভূমিকম্পে তারপর সব কিছু তছনছ হয়ে গিয়েছিল বিধ্বংসী সুনামিতে ৷ এখনও পর্যন্ত সরকারি মতে প্রায় ৪০০ মানুষ প্রাণ হরিয়েছেন সেখানে আহত হয়েছে শতাধিক ৷ শুক্রবার রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৫ ৷

  আরও পড়ুন : SAARC Meeting: সার্ক সম্মেলনের মাঝপথেই সভাকক্ষ ত্যাগ বিদেশমন্ত্রীর, বক্রোক্তি পাক বিদেশমন্ত্রীর

  জোড়া প্রাকৃতিক বিপর্যয়ে আপাতত লন্ডভন্ড জাকার্তা সহ সমগ্র ইন্দোনেশিয়া ৷ ভয়াবহ সুনামিতে সমুদ্রের জল প্রায় ২ মিটার পর্যন্ত উপরে উঠেছিল ৷ ভূতত্ত্ববিজ্ঞানিদের মতে প্রায় এক একটি শহরে কম বেশি ৩,৫০,০০০ মানুষের বসবাস ৷ মাত্র এমন বেশ কেয়েকটি শহরের কেন্দ্রস্থল রয়েছে যা ভূমিকম্পের উৎসস্থল থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে অবস্থিত ৷

  আরও পড়ুন : হুহু করে ঢুকছে সমুদ্র, ভেঙে পড়ল মসজিদ,ইন্দোনেশিয়ায় মৃত ৪৮, দেখুন হাড়হিম করা ভিডিও

  সেদেশের প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দফতর কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে ৷ ধ্বংসস্তুপ সরানোর কাজ চলছে ৷ কোথাও ধ্বংসস্তুপের মধ্যেই খুঁজে পাওয়া যাচ্ছে প্রাণের স্পন্দনও ৷ আহতদের দ্রুততার সঙ্গে হাসপাতালে পাঠানো হচ্ছে বসেছে একাধিক মেডিক্যাল ক্যাম্প ৷ যুদ্ধকালীন তদপরতায় চলছে মানুষ বাঁচানোর কাজ ৷

  First published: