ভূমিকম্প ও সুনামির জোড়াফলায় বিদ্ধ ইন্দোনেশিয়া, মৃত কমপক্ষে ৪০০

Last Updated:

শুক্রবার ইন্দনেশিয়ার সুলাবেসি দীপ প্রথমে কেঁপে উঠেছিল ভয়াবহ ভূমিকম্পে তারপর সব কিছু তছনছ হয়ে গিয়েছিল বিধ্বংসী সুনামিতে

#জাকার্তা: শুক্রবার ইন্দনেশিয়ার সুলাবেসি দীপ প্রথমে কেঁপে উঠেছিল ভয়াবহ ভূমিকম্পে তারপর সব কিছু তছনছ হয়ে গিয়েছিল বিধ্বংসী সুনামিতে ৷ এখনও পর্যন্ত সরকারি মতে প্রায় ৪০০ মানুষ প্রাণ হরিয়েছেন সেখানে আহত হয়েছে শতাধিক ৷ শুক্রবার রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৫ ৷
জোড়া প্রাকৃতিক বিপর্যয়ে আপাতত লন্ডভন্ড জাকার্তা সহ সমগ্র ইন্দোনেশিয়া ৷ ভয়াবহ সুনামিতে সমুদ্রের জল প্রায় ২ মিটার পর্যন্ত উপরে উঠেছিল ৷ ভূতত্ত্ববিজ্ঞানিদের মতে প্রায় এক একটি শহরে কম বেশি ৩,৫০,০০০ মানুষের বসবাস ৷ মাত্র এমন বেশ কেয়েকটি শহরের কেন্দ্রস্থল রয়েছে যা ভূমিকম্পের উৎসস্থল থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে অবস্থিত ৷
advertisement
advertisement
সেদেশের প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দফতর কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে ৷ ধ্বংসস্তুপ সরানোর কাজ চলছে ৷ কোথাও ধ্বংসস্তুপের মধ্যেই খুঁজে পাওয়া যাচ্ছে প্রাণের স্পন্দনও ৷ আহতদের দ্রুততার সঙ্গে হাসপাতালে পাঠানো হচ্ছে বসেছে একাধিক মেডিক্যাল ক্যাম্প ৷ যুদ্ধকালীন তদপরতায় চলছে মানুষ বাঁচানোর কাজ ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
ভূমিকম্প ও সুনামির জোড়াফলায় বিদ্ধ ইন্দোনেশিয়া, মৃত কমপক্ষে ৪০০
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement