Donald Trump Threatens Elon Musk: বন্ধুত্ব শেষ, বাড়াবাড়ি করলে ফল খারাপ হবে! মাস্ককে চরম হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মাজনমাধ্যম মাস্ক দাবি করেছেন এই আইন আমেরিকার রাজকোষে বিপুল ঘাটতি তৈরি করবে, এমন কি আমেরিকা দেউলিয়া হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন মাস্ক৷
ওয়াশিংটন: বন্ধুত্বে ইতি৷ তবে শুধু সম্পর্ক ছেদ নয়, টেসলা প্রধান ইলন মাস্ককে এবার চরম পরিণতির হুঁশিয়ারিও দিয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তিনি স্পষ্ট জানিয়েছেন, মাস্কের সঙ্গে তাঁর বন্ধুত্ব শেষ হয়ে গিয়েছে৷
ডোনাল্ড ট্রাম্পের ফের মার্কিন প্রেসিডেন্ট পদে জয়ের পিছনে বড় জয় নিয়েছিল বন্ধু ইলন মাস্কের সমর্থন৷ কিন্তু সম্প্রতি রিপাবালিকানদের সমর্থনে ট্রাম্প সরকারের আনা নতুন প্রস্তাবিত আইন নিয়েই মাস্কের সঙ্গে ট্রাম্পের সংঘাতের সূতপাত৷ যা কয়েকদিনের মধ্যে চরম আকার ধারণ করে৷
আরও পড়ুন: সরব হয়েছেন মাস্ক, ট্রাম্পের ‘বিউটিফুল বিল’-এ সর্বনাশ ভারতেরও, হাতছাড়া হবে কোটি কোটি ডলার!
advertisement
advertisement
শনিবার ট্রাম্প মাস্ককে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মাস্ক যদি সত্যিই শেষ পর্যন্ত ডেমোক্র্যাটদের আর্থিক সাহায্য করেন, তাহলে তার ফল খুব খারাপ হবে৷ ট্রাম্প বলেন, যদি উনি এটাই করেন, তাহল এর মূল্য ওঁকে চোকাতে হবেই৷ যদিও মাস্কের বিরুদ্ধ কোন ধরনের পদক্ষেপ করা হতে পারে, সে বিষয়ে মুখ খোলেননি মার্কিন প্রেসিডেন্ট৷
টেসলা এবং স্পেসএক্স-এর সিইও মাস্ক-এর সঙ্গে তাঁর সম্পর্ক আর শুধরোবে না বলেও ওই সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন ট্রাম্প৷ শুধু তাই নয়, তাঁদের সম্পর্ক শেষ কি না প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, আমারও তাই মনে হয়৷ এমন কি, তিনি মাস্ক-এর সঙ্গে কথা বলতেও তিনি ইচ্ছুক নন৷ ট্রাম্প বলেন, আমার অন্যান্য অনেক কাজ আছে৷ ট্রাম্প অভিযোগ করেছেন, মার্কিন প্রেসিডেন্টের পদকেই অসম্মান করেছেন ইলন মাস্ক৷
advertisement
ট্রাম্প এবং মাস্ক-এর মধ্য সংঘাতের মূল কারণ আমেরিকা সরকারের প্রস্তাবিত আইন৷ সমাজনমাধ্যম মাস্ক দাবি করেছেন এই আইন আমেরিকার রাজকোষে বিপুল ঘাটতি তৈরি করবে, এমন কি আমেরিকা দেউলিয়া হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন মাস্ক৷ প্রেসিডেন্ট পদ থেকে ট্রাম্পকে বিতাড়িত করারও ডাক দেন মাস্ক৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 09, 2025 9:22 AM IST