Trump on India Pakistan conflict: ধ্বংস হয়েছিল চার -পাঁচটি যুদ্ধবিমান! ভারত-পাক সংঘর্ষ নিয়ে নতুন দাবি ট্রাম্পের

Last Updated:

যদিও, ট্রাম্পের এই মন্তব্য গতমাসেই খারিজ করেছে ভারত। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথার সময়েই পরিষ্কার করে দেন এই সংঘর্ষ বিরতি সম্পূর্ণ দুই দেশের মধ্যে

আরওএকবার নতুন দাবি নিয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
আরওএকবার নতুন দাবি নিয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
ওয়াশিংটন: ভারত-পাক সংঘর্ষবিরতিতে প্রধান ভূমিকা পালন করেছিলেন তিনি শুরু থেকে এমনটাই দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার, আরও একবার ফের ভারত-পাক সংঘর্ষ থামানোর ক্ষেত্রে নিজের ‘কৃতিত্ব’ জাহির করলেন মার্কিন প্রেসিডেন্ট।
কিন্তু, এটাই প্রথম নয়, এর আগেও বহুবার দুই দেশের যুদ্ধ পরিস্থিতি থামানোর ক্ষেত্রে নিজেকে প্রধান ‘সমঝোতাকারী’ হিসাবে সামনে এনেছিলেন তিনি।
advertisement
শুক্রবারেও কোনও দেশের নাম না করেই তিনি জানান এই সংঘর্ষ চলাকালীন মোট পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।
advertisement
শুক্রবার তিনি বলেন, “আমরা অনেক যুদ্ধ থামিয়েছি। অনেক গুরুতর বিষয়গুলির মধ্যে ভারত-পাক সংঘর্ষের বিষয়টি অন্যতম ছিল। ওই সময় বেশ কিছু বিমান গুলি করে নামানো হয়েছিল। মোট পাঁচটি জেট বিমান গুলি করে নামানো হয়েছিল। আদতে দুই পরমাণু শক্তিধর দেশ একে অন্যের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল তা সত্যিই ভয়ঙ্কর ছিল।”
যদিও, ট্রাম্পের এই মন্তব্য গতমাসেই খারিজ করেছে ভারত। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথার সময়েই পরিষ্কার করে দেন এই সংঘর্ষ বিরতি সম্পূর্ণ দুই দেশের মধ্যে কথোপকথনের পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি বলেন, “ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক উত্তেজনার সৃষ্টি হয়েছিল তা পাকিস্তানের আবেদনের কথা মেনেই সংঘর্ষবিরতি হয়েছে।”
সংঘর্ষবিরতি নিয়ে মুখ খুলে ট্রাম্প আরও বলেন, “যদি যদি ভারত এবং পাকিস্তান দুই দেশই যুদ্ধ বিরতির দিকে পা না বাড়াত এবং তা দিন প্রতি দিন বাড়তেই থাকত তবে আমরা বাণিজ্যের মাধ্যমে তা সমাধানের চেষ্টা করতাম। যুদ্ধ পরিস্থিতি না থামালে আমরা কোনও ধরনের বাণিজ্য চুক্তি করতাম না বলেও জানিয়েছিলাম দুই দেশকে।”
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Trump on India Pakistan conflict: ধ্বংস হয়েছিল চার -পাঁচটি যুদ্ধবিমান! ভারত-পাক সংঘর্ষ নিয়ে নতুন দাবি ট্রাম্পের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement