Donald Trump: আবারও মহা বিপাকে ডোনাল্ড ট্রাম্প! কোনও প্রেসিডেন্ট যা করেননি, তাই নাকি করেছেন তিনি, শুরু তদন্ত

Last Updated:

স্টর্মির দাবি, ২০০৬ সালে একটি গলফ টুর্নামেন্টে তাঁর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের প্রথম পরিচয় হয় তাঁর। তারপরেই তাঁর সঙ্গে একাধিকবার যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন ট্রাম্প। নিজের বই 'ফুল ডিসক্লোজার'-এ স্টর্মি ড্যানিয়েলস দাবি করেছেন ওই অ্যাডাল্ট ফিল্ম তারকা।

আমেরিকা: প্রেসিডেন্ট হিসাবে দফতর ছাড়ার পরে নাকি দেশের প্রশাসনের গোপন একাধিক নথি নিজের সঙ্গে নিয়ে গিয়েছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এই অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করতে চলেছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন৷ ডোনাল্ড ট্রাম্পকে নাকি সরকারি ভাবে জানানো হয়েছে, তিনি এই মামলায় অভিযুক্ত৷ যদিও, সরকারি ভাবে এ বিষয়ে এখনই কিছু বিবৃতি জারি করা হয়নি৷
কিন্তু, বিষয়টি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ তাঁর দাবি, বাইডেন প্রশাসনের তাঁর বিরুদ্ধে ভুয়ো অভিযোগ আনার চেষ্টা করছে৷ প্রাক্তন এই রিপাবলিকান প্রেসিডেন্ট লিখেছেন, “বাইডেন প্রশাসন আমার আইনজীবীকে জানিয়েছে, আমি নাকি এই মামলার মূল অভিযুক্ত।” এমনকি, এই ঘটনায় আগামী মঙ্গলবার তাঁকে মায়ামির যুক্তরাষ্ট্রীয় আদালতে ডেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘আমি কখনও ভাবিনি যে, দেশের প্রাক্তন প্রেসিডেন্টের সঙ্গে এমন কিছু হওয়া সম্ভব।’
advertisement
Weather Update: তাপপ্রবাহ থেকে মুক্তি নয় এখনই! কোন জেলা পুড়বে, কোন জেলাই বা ভিজবে বৃষ্টিতে, কবে বৃষ্টি কলকাতায়?
আমেরিকার সংবাদমাধ্যম সূত্রের খবর, তথ্য ফাঁস মামলায় ইতিমধ্যেই অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প৷ আমেরিকার কোনও প্রেসিডেন্টের বিরুদ্ধে এভাবে দেশের গুরুত্বপূর্ণ নথি সরানোর অভিযোগ আনা হয়নি৷
advertisement
জানা গিয়েছে, প্রেসিডেন্টের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পরে ২০২০ সালে নিরাপত্তা সংক্রান্ত একাধিক নথি নিয়ে গিয়েছিলেন ট্রাম্প। সেগুলো নাকি তিনি আর ফেরত দেননি।
advertisement
কিছু দিন আগে তাঁর বিরুদ্ধে অর্থের বদলে তথ্য গোপন করার অভিযোগ এনেছিলেন আমেরিকার এক অ্যাডাল্ট ফিল্ম তারকা স্টর্মি ড্যানিয়েলস৷
স্টর্মির দাবি, ২০০৬ সালে একটি গলফ টুর্নামেন্টে তাঁর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের প্রথম পরিচয় হয় তাঁর। তারপরেই তাঁর সঙ্গে একাধিকবার যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন ট্রাম্প। নিজের বই ‘ফুল ডিসক্লোজার’-এ স্টর্মি ড্যানিয়েলস দাবি করেছেন ওই অ্যাডাল্ট ফিল্ম তারকা।
advertisement
ভ্যাপসা গরম থেকে কবে মুক্তি? ভারতে ঢুকে গেছে বর্ষা, পশ্চিমবঙ্গে আসছে কবে? জানাল আবহাওয়া দফতর
এরপর সরাসরি ২০১৬ সাল। মার্কিন প্রেসিডেন্টের দৌড়ে শামিল হয়েছেন আমেরিকার অন্যতম বিজনেস টাইকুন ডোনাল্ড ট্রাম্প। সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে নাকি স্টর্মি ড্যানিয়েলসকে ১ লক্ষ ৩০ হাজার মার্কিন ডলার ‘হাশ মানি’ দিয়েছিলেন তিনি। অভিযোগ, ট্রাম্প ও তাঁর সম্পর্ক নিয়ে যাতে স্টর্মি মুখ না খোলেন, সেই কারণেই ওই বিপুল টাকা দেওয়া হয়েছিল তাঁকে।
advertisement
সম্প্রতি আদালতে এ নিয়ে অভিযোগ আনেন ডেমোক্র্যাটিক দলের সদস্য তথা অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ৷ এই হাশমানি মামলায় ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে আদালত।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Donald Trump: আবারও মহা বিপাকে ডোনাল্ড ট্রাম্প! কোনও প্রেসিডেন্ট যা করেননি, তাই নাকি করেছেন তিনি, শুরু তদন্ত
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement