গদি তো গেছেই, এবার আবোল তাবোল প্রলাপে ট্যুইটারে ফলোয়ারের সংখ্যাও কমছে ট্রাম্পের !

Last Updated:

জো বাইডেন প্রথম রাষ্ট্রপতি পদপ্রার্থী, যে ৮০ মিলিয়নেরও বেশি ভোটে জিতেছেন। এই মুহূর্তে বাইডেনের ফ্লোয়ারের সংখ্যা ২০.২ মিলিয়নেরও বেশি

#ওয়াশিংটন: ভোটে হেরে যাবার পর, একে একে ফলোয়ারের সংখ্যা কমতে শুরু করেছে প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের।তাঁর ট্যুইট করা ভুয়ো তথ্য সমর্থন করার মানুষের সংখ্যা ক্রমাগত কমছে। ফ্যাক্টবেস নামে একটি ওয়েবসাইট, যা ট্রাম্পের কথাবার্তার উপর নজরদারির জন্যই তৈরি, জানাচ্ছে যে, ট্রাম্প এ-পর্যন্ত ১ লাখেরও বেশি ফলোয়ার হারিয়েছেন। অন্যদিকে, জো বিডেন-এর ফলোয়িং বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ। ট্রাম্পের ফলোয়ারের সংখ্যা দিনে প্রায় ১০০০ জনের মতো ধারাবাহিকভাবে কমতে শুরু করে নভেম্বর ১৮ থেকে।
সম্প্রতি এক সিএনএন রিপোর্টার মন্তব্য করেন যে, যদিও ট্যুইটারে ফলোয়িং-এর সংখ্যা খুব একটা গুরুত্বপূর্ণ মাপকাঠি নয়, তবু ট্রাম্পের ফলোয়ারের সংখ্যার বিপুল পতন বেশ লক্ষ্য করার মতো বিষয়।তিনি তাঁর ট্যুইটার পেজে বলেছেন, “ফ্যাক্টবেস গত ১১ দিনে এই পতন লিপিবদ্ধ করেছে”। ফ্যাক্টবেসের রিপোর্ট অনুযায়ী, গত ১২ দিনে (নভেম্বর ১৮- নভেম্বর ৩০), ফলোয়ারের সংখ্যা কমেছে প্রচুর।
advertisement
advertisement
advertisement
এই মুহূর্তে মাত্র ৮৮.৮ মিলিয়ন ফলোয়ার নিয়েও ট্রাম্প তাঁর টুইটে কিছু ভিত্তিহীন অভিযোগ এনে চলেছেন ভোটের কড়াকড়ি, জালিয়াতি এবং ভোটে তিনি কি ভাবে জয়ী হয়েছেন সে বিষয়ে। এমনকি গতকাল নিজের একটি ট্যুইটে তিনি অভিযোগ এনেছেন যে, “আমাদের হেরে যাওয়ার কোনও অবকাশই ছিল না”।
ভোটে জালিয়াতির কোনও প্রমাণ দিতে না পারা সত্বেও ট্রাম্প বার বার নিজের টুইটে বলতে চেয়েছেন যে, নভেম্বর ৩-এর ভোটে রিপাব্লিকানরা আদৌ হেরে যায়নি।টুইটার কর্তৃপক্ষ একাধিকবার তাঁর ট্যুইট বিচার করে, পোস্ট গুলিকে বিতর্কিত বলে দাগিয়ে দিয়েছে।কিন্তু এতো কিছুর পরেও রিপাব্লিকান প্রেসিডেন্ট দমে যাবার পাত্র নন।
advertisement
এবারের ভোটের ফলাফল অনুযায়ী দুই দলের ভোট প্রাপ্তি সংখ্যায় খুব কাছাকাছি ছিল না। জো বাইডেন প্রথম রাষ্ট্রপতি পদপ্রার্থী, যে ৮০ মিলিয়নেরও বেশি ভোটে জিতেছেন। এই মুহূর্তে বাইডেনের ফ্লোয়ারের সংখ্যা ২০.২ মিলিয়নেরও বেশি। সোশ্যাল বেকারস-এর তথ্য অনুযায়ী, এই সংখ্যা আরও বাড়ছে।
ANTARA DEY
বাংলা খবর/ খবর/বিদেশ/
গদি তো গেছেই, এবার আবোল তাবোল প্রলাপে ট্যুইটারে ফলোয়ারের সংখ্যাও কমছে ট্রাম্পের !
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement