Donald Trump: স্বাস্থ্য বিমা হারিয়ে আমেরিকা পাচ্ছে মেক্সিকোর পাঁচিল! যে বিল নিয়ে এলন মাস্কের সঙ্গে ঝগড়া, পাস হয়ে গেল ট্রাম্পের সেই ‘বিগ বিউটিফুল বিল’

Last Updated:

বিলের একটি বড় অংশ, প্রায় ৩৫০ বিলিয়ন ডলার, ট্রাম্পের সীমান্ত ও জাতীয় নিরাপত্তা এজেন্ডার জন্য বরাদ্দ করা হয়েছে। এই তহবিলের মধ্যে রয়েছে মার্কিন-মেক্সিকো সীমান্ত প্রাচীর নির্মাণের জন্য প্রায় ৪৬ বিলিয়ন ডলার এবং অভিবাসী আটক কেন্দ্রে ১০০,০০০ শয্যার জন্য ৪৫ বিলিয়ন ডলার। ২০২৯ সালের মধ্যে অতিরিক্ত ১০,০০০ ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্ট নিয়োগের জন্য আরও বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে, যা ট্রাম্পের মার্কিন ইতিহাসের বৃহত্তম গণ-নির্বাসন প্রচেষ্টা পরিচালনার লক্ষ্যের সঙ্গে স্পষ্টতই সামঞ্জস্যপূর্ণ। আইনটি সামরিক ব্যয়ের জন্য উল্লেখযোগ্য তহবিলও প্রদান করছে, যার মধ্যে গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য ২৫ বিলিয়ন ডলার অন্তর্ভুক্ত রয়েছে।

News18
News18
আমেরিকা: বিতর্ক ছিল শুরু থেকেই। যে কোনও দেশেই সরকার নতুন বিল নিয়ে আসতে চাইলে তা নিয়ে শঙ্কা এবং দ্বিধা থাকে, বিরোধীরা সরব হয়। এ নিয়মের মধ্যেই পড়ে। তবে, এই বিল নিয়ে যে ধনকুবের বন্ধু এলন মাস্কের সঙ্গে একচোট ঝগড়াই লেগে গিয়েছিল মার্কিন প্রেসিডেন্টের, তা-ই বা কী করে ভোলা যায়! যাই হোক, বলতেই হয় যে বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে তাঁর প্রাথমিক কর ও ব্যয় বিল পাস হওয়ায় যারপরনাই খুশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইনসভার এই সাফল্য প্রেসিডেন্ট হিসাবে তাঁর সেকেন্ড ইনিংসের র‍্যাডিক্যাল এজেন্ডার মূল বিষয়গুলির ভিত পোক্ত করবে বলে মনে করা হচ্ছে৷ পাশাপাশি, তাঁর বহু বিতর্কিত অভিবাসন বিরোধী প্রচেষ্টার জন্য প্রয়োজনীয় তহবিলকে খাদ্য জোগাতে সাহায্য করবে এই বিল। যে বিলকে ট্রাম্প বরাবরই বলে এসেছেন বিগ অ্যান্ড বিউটিফুল বিল হিসেবে৷ কয়েকদিনের তীব্র আলোচনা এবং দীর্ঘ ভোটাভুটির পর বৃহস্পতিবার তা অবশেষে পাস হল হোয়াইট হাউসের উভয় কক্ষে।
৪.৫ ট্রিলিয়ন ডলারের কর ছাড়ের এই প্যাকেজটি আদতে ট্রাম্পের ক্ষমতায় আসার মূল প্রচারের অন্যতম প্রতিশ্রুতি ছিল। অনেকের মনে থাকতে পারে ২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদের সময়ে ট্যাক্স কাটের কথা ছিল, যা ২০২৫ সালের শেষ দিকে এসে শেষ হওয়ার কথা। তবে নতুন ‘বিগ, বিউটিফুল বিল’ অবশ্য বেশ কিছু নতুন কর সুবিধাও প্রবর্তন করেছে আমেরিকায়৷ বিলে দেওয়া হচ্ছে কর্মীদের টিপস এবং ওভারটাইম বেতন বাদ দেওয়ার অনুমতি এবং অনেক বয়স্কদের জন্য $৬,০০০ ছাড় প্রদান করা।
advertisement
তবে, একাধিক সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে কম গুরুত্ব দিয়ে এই ট্যাক্স কাট পুষিয়ে নেওয়া হয়েছে বলে মনে করছেন ডেমোক্র্যাটদের একাংশ। বিলটিতে মেডিকেড এবং খাদ্য সহায়তা কর্মসূচিতে (SNAP) প্রায় ১.২ ট্রিলিয়ন ডলারের কাট অন্তর্ভুক্ত রয়েছে৷ নির্দলীয় কংগ্রেসনাল বাজেট অফিস (CBO) অনুমান করে যে, এই ট্যাক্স কাটের ফলে ২০৩৪ সালের মধ্যে আরও ১.১৮ কোটি আমেরিকান নাগরিক তাঁদের স্বাস্থ্য বিমা হারাতে পারেন।
advertisement
advertisement
বিলের একটি বড় অংশ, প্রায় ৩৫০ বিলিয়ন ডলার, ট্রাম্পের সীমান্ত ও জাতীয় নিরাপত্তা এজেন্ডার জন্য বরাদ্দ করা হয়েছে। এই তহবিলের মধ্যে রয়েছে মার্কিন-মেক্সিকো সীমান্ত প্রাচীর নির্মাণের জন্য প্রায় ৪৬ বিলিয়ন ডলার এবং অভিবাসী আটক কেন্দ্রে ১০০,০০০ শয্যার জন্য ৪৫ বিলিয়ন ডলার। ২০২৯ সালের মধ্যে অতিরিক্ত ১০,০০০ ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্ট নিয়োগের জন্য আরও বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে, যা ট্রাম্পের মার্কিন ইতিহাসের বৃহত্তম গণ-নির্বাসন প্রচেষ্টা পরিচালনার লক্ষ্যের সঙ্গে স্পষ্টতই সামঞ্জস্যপূর্ণ। আইনটি সামরিক ব্যয়ের জন্য উল্লেখযোগ্য তহবিলও প্রদান করছে, যার মধ্যে গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য ২৫ বিলিয়ন ডলার অন্তর্ভুক্ত রয়েছে।
advertisement
মার্কিন কংগ্রেসের মধ্য দিয়ে বিলটির পাস হওয়ার যাত্রাপথ অবশ্য বেশ চ্যালেঞ্জিং ছিল। মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ তারিখে সোনেট ৫১-৫০ ভোটে এই বিলটি পাস করে, যার ফলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে টাই-ব্রেকিং ভোট দিতে হয়। এরপর বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে তীব্র রোল কল ভোট অনুষ্ঠিত হয়, যা ২১৮-২১৪ ভোটে পাস হয়, যেখানে দুই রিপাবলিকান ডেমোক্র্যাটদের বিরোধী দলে যোগ দেন। ডেমোক্র্যাটরা বিলটির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন এবং এটিকে শ্রমিক শ্রেণীর পিঠে ছুরিকাঘাত, সবচেয়ে ঝুঁকিপূর্ণদের উপর করের বোঝা চাপানো এবং ধনীদের জন্য কর ছাড় বলে সমালোচনা করেন, যার প্রতিবাদে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস প্রায় নয় ঘণ্টা বক্তৃতা দেন।
advertisement
জাতীয় ঋণের উপর বিলের প্রভাব নিয়ে রিপাবলিকানদের উদ্বেগের কারণও রয়েছে, সিবিও আগামী দশকে ঘাটতিতে $৩.৩ ট্রিলিয়ন যোগ করবে এবং সামাজিক কর্মসূচিতে গভীর কাটছাঁট করবে। যাই হোক, পার্টি শেষ পর্যন্ত রাষ্ট্রপতিকে তাঁর যুগান্তকারী আইন পাসের জন্য একত্রিত হয়েছে। বিলটি এখন রাষ্ট্রপতি ট্রাম্পের স্বাক্ষরের জন্য তাঁর ডেস্কে গিয়েছে, ঠিক ৪ জুলাই স্বাধীনতা দিবসের ছুটির দিনে।
advertisement
আর এই প্রসঙ্গেই আবার উঠে আসবে এলন মাস্কের কথা। ১ জুলাই, ২০২৫ তারিখে সেনেটে বিলটি পাস হওয়ার পর পরই, মাস্ক তাঁর X সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছিলেন যে যদি এই পাগলাটে ব্যয় বিলটি পাস হয়, তাহলে পরের দিনই আমেরিকা পার্টি গঠিত হবে। ধনকুবেরের অভিমত এই যে দেশের ডেমোক্র্যাট-রিপাবলিকান ঐক্যবদ্ধ দলের একটি বিকল্প প্রয়োজন যাতে জনগণ সত্যি সত্যি নিজেদের একটি কণ্ঠস্বর পায়। সবার নজর এখন সে দিকেই, দেখা যাক এলন মাস্ক একটি নতুন রাজনৈতিক দল তৈরির তাঁর প্রতিশ্রুতি পালন করবেন কি না!
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Donald Trump: স্বাস্থ্য বিমা হারিয়ে আমেরিকা পাচ্ছে মেক্সিকোর পাঁচিল! যে বিল নিয়ে এলন মাস্কের সঙ্গে ঝগড়া, পাস হয়ে গেল ট্রাম্পের সেই ‘বিগ বিউটিফুল বিল’
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement