America China Trade War: চিনের উপরে ১০৪ শতাংশ শুল্ক চাপালেন ডোনাল্ড ট্রাম্প! বাণিজ্য যুদ্ধ শুরু?

Last Updated:
চিন-আমেরিকা বাণিজ্য যুদ্ধ শুরু? File Photo
চিন-আমেরিকা বাণিজ্য যুদ্ধ শুরু? File Photo
সমস্ত চিনা পণ্যের উপরে ১০৪ শতাংশ আমদানি শুল্ক চাপানোর নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ ৮ এপ্রিল, মঙ্গলবার মধ্যরাত থেকেই এই নির্দেশিকা কার্যকর করা হবে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে৷ ট্রাম্পের এই নির্দেশের ফলে আমেরিকা এবং চিনের মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হল৷
ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ ছিল, মার্কিন পণ্য রফতানির উপরে মোটা পরিমাণের শুল্ক চাপিয়ে বিশ্বের বহু দেশ আমেরিকাকে লুঠ করছে৷ তারই পাল্টা চিন সহ পৃথিবীর বিভিন্ন দেশের পণ্যের উপরে পাল্টা শুল্কের বোঝা চাপিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ সেই শুল্কের পরিমাণ ছিল ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত৷ অর্থাৎ, আমেরিকায় এই সমস্ত দেশ থেকে পণ্য রফতানি করা হলেই তার উপরে নির্দিষ্ট হারে শুল্ক চাপবে৷ প্রথম দফায় চিনা পণ্যের উপরে ৩৪ শতাংশ শুল্ক চাপান ডোনাল্ড ট্রাম্প৷
advertisement
আমেরিকার এই পদক্ষেপের পাল্টা চিনও মার্কিন পণ্যের উপরে নতুন করে ৩৪ শতাংশ হারে শুল্ক চাপায়৷ সোমবারই ট্রাম্প হুমকি দেন, বেজিং যদি নতুন করে চাপানো শুল্ক প্রত্যাহার না করে, তাহলে চিনা পণ্যের উপরে শুল্কের পরিমাণ একধাক্কায় বাড়িয়ে ১০৪ শতাংশ করে দেবেন তিনি৷ হুমকি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাম্প তা করেও দেখালেন৷
advertisement
advertisement
মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছিলেন, শুল্ক হার নিয়ে চিনের সঙ্গে সমস্ত আলোচনাও স্থগিত করে দেবে আমেরিকা৷ তার বদলে বিশ্বের অন্যান্য দেশগুলির সঙ্গে দর কষাকষিতে মন দেবে আমেরিকা৷
সংবাদসংস্থা এএফপি-কে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, আগের নির্দেশ অনুযায়ী বুধবার থেকেই চিনা পণ্যের উপরে ৩৪ শতাংশ শুল্ক বসার কথা ছিল৷ সেই শুল্কের পরিমাণই বাড়িয়ে একেবারে ১০৪ শতাংশ করা হচ্ছে৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
America China Trade War: চিনের উপরে ১০৪ শতাংশ শুল্ক চাপালেন ডোনাল্ড ট্রাম্প! বাণিজ্য যুদ্ধ শুরু?
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement