শ্রীলঙ্কায় মৃতদের সংখ্যা নিয়ে 'ভুল' ট্যুইট! নেটিজেনদের রোষের মুখে মার্কিন প্রেসিডেন্ট!
Last Updated:
#নয়াদিল্লি: ধারাবাহিক বিস্ফোরণে প্রায় ১৫০ মানুষের মৃত্যু হয়েছে শ্রীলঙ্কায়৷ আহতের সংখ্যাও বিপুল৷ এখনও পর্যন্ত সঠিকভাবে মৃতের সংখ্যা ঘোষণা না হলেও ১৩০ থেকে ১৮০জনের মৃত্যুর কথা উল্লেখ করা হচ্ছে৷ মৃতদের প্রতি শোকবার্তা জানাতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করলেন ১৩কোটি ৮০লক্ষ মৃতের কথা! ভাবা যায়, প্রথম বিশ্বের প্রধান দেশগুলির মধ্যে অন্যতম মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কিনা এমন ভয়ঙ্কর ভুল করলেন! এতে তো তিনি হাসির খোড়াক হলেনই সঙ্গে শ্রীলঙ্কাবাসীর আবেগে আঘাত হানলেন৷
২০১৭ জনগণনা অনুযায়ী শ্রীলঙ্কায় মোট জনসংখ্যাই ২১কোটি ৪০ লক্ষ বসবাসকারী৷ সেখানেই নাকি ১৩৮ কোটি মানুষের মৃত্যু৷ এমন ট্যুইট করে শ্রীলঙ্কায় মর্মান্তিক দুর্ঘটনার ব্যাপ্তি তিনি তুচ্ছ করেছেন৷ এরপরই ট্যুইটে শোরগোল পড়ে গিয়েছে৷ অনেকেই ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলে ব্যাখ্যা করেছেন৷ অন্যদিকে অনেকে দুঃখপ্রকাশ করেছেন৷ আবার অনেক নেটিজেন মজাও করেছেন দেদার৷
advertisement
advertisement
নিজের ভুল বুঝতে পেরে আধঘণ্টা বাদেই ট্যুইটটি মুছে দেন ট্রাম্প৷ তবে ততক্ষণে ট্যুইটটি প্রচুর মানুষের কাছে পৌঁছে গিয়েছে৷ ২হাজার বার রি-ট্যুইট হয়েছে এবং ৯হাজার জন লাইকও করেছেন৷ আর ট্যুইটের ছবি তুলেছেন অনেকে৷ অর্থাৎ ট্যুইটটি বেশ জনপ্রিয় হয়েছে৷ এবং আরও একবার এধরণের ভুলভাল লিখে নিজের ভাবমূর্তি সারা বিশ্বের সামনে হাস্যকর করে তুলছেন মার্কিন প্রেসিডেন্ট৷
advertisement
Trump just offered condolences to “138 million people” killed overnight. pic.twitter.com/8J2rhe0mTK
— Adam Parkhomenko (@AdamParkhomenko) April 21, 2019
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 22, 2019 2:24 PM IST