শিশুর চিকিৎসায় গাঁজার বিস্কুট ! জনতার বিক্ষোভ তুঙ্গে, বিপাকে চিকিৎসক

Last Updated:
#আমেরিকা: ''বাপরে কি ডানপিটে ছেলে ! / কোন দিন ফাঁসি যাবে নয় যাবে জেলে! ''
ছেলেকে নিয়ে চিন্তায় রাতের ঘুম ছুটেছে বাবা-মা'র! পড়াশোনাতে মন নেই! স্কুলের সহপাঠীদের দেদারে পিটিয়ে যাচ্ছে! এ ছেলেকে নিয়ে করা যায় ? বকে-বুঝিয়ে কিছুতেই কোনও কাজ হচ্ছে না! শেষপর্যন্ত আর কোনও উপায় না দেখে, ব্যতিব্যস্ত বাবা দ্বারস্থ হলেন চিকিৎসকের। সব শুনে চিকিৎসক প্রেসক্রিপশনে লিখে দিলেন ‘বিস্কুট’! তবে যে সে বিস্কুট নয়, সেই বিস্কুট তৈরি হয় গাঁজা দিয়ে!
advertisement
শিশুটিকে চিকিৎসার এমন নিদান দিয়েছেন উইলিয়াম আইডেলম্যান নামের এক চিকিৎসক। আমেরিকার ক্যালিফোর্নিয়ার এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই বিক্ষোভ শুরু হয় ওই চিকিৎসকের বিরুদ্ধে। দাবি ওঠে, চিকিৎসকের লাইসেন্স কেড়ে নেওয়া হোক। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ক্যালিফোর্নিয়া মেডিক্যাল বোর্ড।
advertisement
জানা গিয়েছে, ওই চিকিৎসক বদমেজাজি শিশুটিকে পরীক্ষা করার পর তার বাবাকে পরামর্শ দেন, বিস্কুটের সঙ্গে সামান্য গাঁজা খাইয়ে দিতে। কিন্তু কিছু দিন পর স্কুলের নার্সের কাছে বিষয়টি ধরা পড়ে যায়। তখনই উইলিয়াম আইডেলম্যানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবিতে সরব হয়ে ওঠে ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা।
advertisement
তবে, উইলিয়ামের পালটা যুক্তি, ক্যালিফোর্নিয়ায় ১৯৯৪ সাল থেকেই চিকিৎসার কাজে গাঁজার ব্যবহার আইনসিদ্ধ। বেশ কিছু শিশুর চিকিৎসার ক্ষেত্রে তিনি গাঁজা ব্যবহার করে ভাল ফলও পেয়েছেন। সবথেকে আজব বিষয়, খোদ শিশুটির বাবার এই চিকিৎসা পদ্ধতিতে কোনও আপত্তি নেই! বরং তিনি জানিয়েছেন, শৈশবে তাঁরও একই ধরনের সমস্যা ছিল। তাঁকেও চিকিৎসার জন্য গাঁজার আশ্রয়ই নিতে হয়েছিল।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
শিশুর চিকিৎসায় গাঁজার বিস্কুট ! জনতার বিক্ষোভ তুঙ্গে, বিপাকে চিকিৎসক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement