মাদ্রাসাছাত্রীর হত্যার বিচারের দাবিতে আমৃত্যু অনশনের ঘোষণা কবি নির্মলেন্দু গুণের
Last Updated:
#বাংলাদেশ: ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানি ও পুড়িয়ে হত্যার ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজ-উদ-দৌলাসহ জড়িতদের বিচারের দাবিতে আমৃত্যু অনশনে বসার ঘোষণা দিলেন প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণ। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুকওয়ালে একটি স্ট্যাটাস দিয়ে এই ঘোষণা করেন তিনি। স্ট্যাটাসে কবি লিখেছেন, 'রাফির ধর্ষক সিরাজ ও সিরাজকে বাঁচাতে রাফিকে যারা পুড়িয়ে মেরেছে, তাদের কঠিন বিচার হবে। না হলে আমি আমৃত্যু অনশনে বসবো।
গত ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার কেন্দ্রে যায়। মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় মুখোশধারী দুর্বৃত্তরা। আগুনে হত্যাচেষ্টার পর নুসরাতকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকায় নিয়ে আসা হয়। কিন্তু শেষ রক্ষা হয় নি। বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নুসরাতকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা।---
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 12, 2019 8:07 PM IST